সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে শান্তি বজায় রাখতে জওয়ানরা সদা সতর্ক, প্রয়োজন পড়লে পেশীশক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না ভারতীয় সেনাবাহিনী৷ রবিবার এই ভাষাতেই নাম না করে চিন ও পাকিস্তানকে সতর্ক করে দিলেন নয়া সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ তিনি বুঝিয়ে দিলেন, নয়া সামরিক সজ্জায় সজ্জিত ভারতের সশস্ত্র বাহিনী এখন নয়া অক্সিজেন পেয়ে গিয়েছে৷ পদাতিক সেনার আধুনিকীকরণের জন্য ২৬১০টি অত্যাধুনিক ‘ফিউচার ইনফ্যানট্রি কমব্যাট ভেহিকল’ বা এফআইসিভি কেনা হচ্ছে৷ অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের মতো পারমাণবিক বোমা বহনকারী মিসাইল সেনাবাহিনীর হাতে চলে এলে বেজিংও ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পাল্লায় চলে আসবে৷ সবমিলিয়ে সেনাবাহিনীর অন্দরে এখন যেন নতুন অক্সিজেনের জোগান মিলেছে৷
Gen Bipin Rawat #COAS on taking over being presented a ceremonial Guard of Honour at the Lawns of South Block pic.twitter.com/bERzy7S9QA
— ADG PI – INDIAN ARMY (@adgpi) January 1, 2017
জেনারেল রাওয়াত এদিন বলেছেন, “ভারতীয় সেনার সমস্ত বিভাগ একসঙ্গে দেশের সেবায় ব্রতী, একে অপরের পাশে রয়েছে সবসময়”৷ দেশের ২৭-তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল রাওয়াত৷ এদিন সাউথ ব্লকে গার্ড অফ অনার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ দুই সিনিয়র প্রবীণ বক্সি ও পি এম হারিজকে টপকে দেশের নয়া সেনাপ্রধান মনোনীত হয়েছেন জেনারেল রাওয়াত৷ এর জন্য সেনাবাহিনীর অন্দরে কারও কারও মনে ক্ষোভ তৈরি হওয়ার যে গুজব উঠেছিল, তা উড়িয়ে দিয়েছেন সেনা কর্তারাই৷ জেনারেল বক্সি নিজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনারেল রাওয়াতকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ এই ঘটনা ফের একবার ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্দরের সুখী পরিবারের চিত্রটাই স্পষ্ট করে দিল৷
Gen Bipin Rawat #COAS on taking over pays homage to the martyrs at Amar Jawan Jyoti pic.twitter.com/Ky3hAXX0dH
— ADG PI – INDIAN ARMY (@adgpi) January 1, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.