Advertisement
Advertisement

Breaking News

জওয়ানের অঙ্গচ্ছেদ, ‘বদলা’ নিতে ফুঁসছে ভারতীয় সেনা

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় সেনা৷ এর যে যথাযোগ্য জবাব ঠিক সময়ে দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে৷

Army Vows Revenge After Terrorists Kill, Mutilate Soldier
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 12:03 pm
  • Updated:October 29, 2016 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে পাক-বাহিনীর সঙ্গে অঘোষিত যুদ্ধ চলছেই৷ পাকিস্তানের সংঘর্ষ-বিরতি লঙ্ঘনের জেরে প্রায় যুদ্ধ পরিস্থিতি সীমান্ত জুড়ে৷ তাতে দু’পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে৷ তবে এবার বর্বরতার চূড়ান্ত নমুনা দেখাল পাকিস্তান৷ এক ভারতীয় জওয়ানকে হত্যা করে তাঁর অঙ্গচ্ছেদ করে পালাল পাক জঙ্গিরা৷ বদলা নিতে ক্ষোভে ফুঁসছে ভারতীয় সেনা৷

বৃহস্পতিবার রাত থেকে সাম্বা, হীরানগর, পুঞ্চ, কাঠুয়াতে রাতভর গুলিবৃষ্টি চালিয়েছে পাক সেনা৷ বিএসএফের ২৪টি সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার৷ পাকিস্তানের লাগাতার হামলার মোক্ষম জবাব দেন ভারতীয় জওয়ানরা৷ বিএসএফের মর্টার হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাক সেনাছাউনিও৷  অন্তত ১৫ জন পাক রেঞ্জার্সের মৃত্যু হয়৷ যদিও এ কথা অস্বীকার করে পাকিস্তান৷

Advertisement

ঠিক এরপরই ফের পাকিস্তানের তরফে গোলাগুলি শুরু হয়৷ জবাব দিতে থাকে ভারতীয় সেনাও৷ এই লড়াইয়েই শহিদ হন এক জওয়ান৷ জঙ্গিরা তাঁর অঙ্গচ্ছেদ পালায়৷ লড়াইয়ে এক জঙ্গিও খতম হয়েছে বলে জানা যাচ্ছে৷

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় সেনা৷ এর যে যথাযোগ্য জবাব ঠিক সময়ে দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে৷ ঘটনার নিন্দা করা হয়েছে সব মহলেই৷ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্ত উপাদেষ্টাকে ঘটনার বিস্তারিত জানানো হয়েছে৷ এবং এর জবাব দেওয়ার কথাও জানানো হয়েছে৷ কুপওয়াড়ায় এই নক্ক্যারজনক পাক হামলা নিয়ে ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন বিদেশসচিব এস জয়শঙ্কর৷

 কূটনৈতিক স্তরে যাই হোক না কেন সেনার মধ্যে যুদ্ধ তৎপরতা তুঙ্গে৷ পাক বাহিনীর লাগাতার আক্রমণের জবাব দিতে সর্বদা তৎপর সেনা৷ সীমান্ত জুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement