সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। পাহাড়ি রাস্তায় রাতের অন্ধকারে উলটে গেল সেনার গাড়ি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক জওয়ানের পাশাপাশি আহত হয়েছেন আরও ১৩ জন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সকলকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে ৪জন স্থানীয় বাসিন্দা বলে জানা যাচ্ছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে কুলগামের ডিএইচ পোরা এলাকায়। জানা যাচ্ছে, রাতে শ্রীনগরের ১৫ কর্পসের একটি গাড়ি টহলদারিতে বেরিয়েছিল। ১০ জন জওয়ান ছিলেন সেই গাড়িতে। পাহাড়ি রাস্তায় কুলগামের কাছে কোনওভাবে উলটে যায় গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে প্রথম উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। কোনওমতে আহত জওয়ানদের বের করে নিয়ে আসা হয়। এর পর তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় এক জওয়ানের। আহত অবস্থায় বাকিরা চিকিৎসাধীন।
অন্যদিকে, ২৪ অক্টোবর বারামুলা ও ২০ অক্টোবর গান্ডেরবাল জেলায় পর পর জঙ্গি হামলার ঘটনায় ২ সেনা জওয়ান-সহ ১০ জনের মৃত্যুর ঘটনায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উত্তর কাশ্মীরের একাধিক জায়গায় ছোট ছোট দলে ভাগ হয়ে যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় সেনা ও পুলিশ। শনিবার জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং বলেন, ‘‘উপত্যকায় প্রতিটি মৃত্যুর প্রতিশোধ নেবে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সতর্কতার সঙ্গে তার দায়িত্ব পালন করতে হবে।’’ এছাড়া এই ধরনের হামলা রুখতে উপত্যকায় সেনা, পুলিশ ও বিএসএফ টহলদারি আরও বাড়িয়েছে বলে জানিয়েছেন সেনা কর্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.