Advertisement
Advertisement

Breaking News

দু’হাজারেই পুরো সেট, দেশে অবাধে বিকোচ্ছে সেনা জওয়ানের পোশাক

আপনি কিনেও সাজতে পারেন ভারতীয় সেনা!

Army Uniform Is Quite Available For Any One In India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 24, 2016 10:05 am
  • Updated:September 24, 2016 10:05 am  

ব্রতদীপ ভট্টাচার্য: আট মাসের ব্যবধানে পর পর দুটি বড়সড় জঙ্গি হামলা৷ দুটিই সেনা ঘাঁটিতে৷ প্রথমে পাঠানকোট, এবার উরি৷ দুটি হামলাতে জঙ্গিদের রণনীতি ভিন্ন হলেও একটি বিষয়ে মিল আছে৷ সেটি হল, দুই ক্ষেত্রেই জঙ্গিরা ভারতীয় সেনার উর্দি পরে হামলা চালায়৷
ভারতীয় সেনার ইউনিফর্ম থাকায় সেনাঘাঁটির কড়া নিরাপত্তার বলয় পার করে অবাধে ঢুকে হামলা চালাতে সক্ষম হয় জঙ্গিরা৷ রবিবারের এই হামলা ফের একবার পাঠানকোটের হামলার থেকে উঠে আসা প্রশ্নটিকে উসকে দিল৷ ভারতীয় সেনার উর্দি কীভাবে গেল জঙ্গিদের হাতে? তবে তা কী কোনও কঠিন ব্যাপার! কারণ এদেশে টাকা দিলেই তো পাওয়া যায় সেনা জওয়ানের পোশাক৷ পাঞ্জাব, রাজস্থান অথবা পশ্চিমবঙ্গ, দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যেই অবাধে বিকোচ্ছে সেনা জওয়ানের পোশাক৷ টুপি থেকে বুট, দু’হাজার টাকায় পাওয়া পুরো ইউনিফর্মের সেট৷
যে দোকানে সেনা জওয়ানদের পোশাক তৈরি হয়, সেখানেই পাওয়া যায় গোটা ইউনিফর্ম৷ উত্তর ২৪ পরগনার বারাকপুরের ক্যান্টনমেন্ট এলাকার একটি দোকানে খোঁজ নিয়ে জানা যায়, ১৫০ টাকা থেকে ১৮০ টাকা মিটার দামের কাপড় পাওয়া যায়৷ সেই কাপড় যে কেউ কিনে নিয়ে যেতে পারেন৷ তা ছাড়াও ওই দোকানে আস্ত পোশাক তৈরি করে দেওয়ারও ব্যবস্থা আছে৷ সেনার প্যান্ট তৈরি করতে খরচ ৬০০ টাকা৷ জামা তৈরি করতে লাগে ৭০০ টাকা৷ এছাড়া জামায় নেম প্লেট, সেনার লোগো বসাতে আলাদা আলাদা টাকা লাগে৷ ৬০০ থেকে ৬৫০ টাকায় পাওয়া যায় সেনা জওয়ানের জুতো৷ আর বাকি টুপি, বেল্ট এই সব নিয়ে প্রায় ৩০০ টাকা৷ মোট দুই হাজার টাকায় তৈরি পুরো ইউনিফর্ম৷
যদিও পাঠানকোটের ঘটনার পর কয়েকদিন সেনা পোশাক বিক্রি নিয়ে কড়াকড়ি শুরু হয়৷ তবে সময়ের সঙ্গে কমেছে নজরদারি আর ফের শুরু হয়ে গিয়েছে সেনার পোশাক বিক্রি৷ শুধু সেনার পোশাক তৈরির দোকানে নয়, বিভিন্ন বস্ত্র বিপণিতেও বিক্রি হচ্ছে সেনা পোশাকের কাপড়৷ নৈহাটি স্টেশন সংলগ্ন বাজারে একাধিক বস্ত্র বিপণিতে বিক্রি হচ্ছে এই কাপড়৷ সেই কাপড় কিনে পুরো পোশাক তৈরি করা কোনও কঠিন কাজ নয়৷ রাজ্যের সীমান্ত লাগোয়া জেলাগুলিতে এইভাবেই চলছে পোশাক বিক্রির ব্যবসা৷ এছাড়া কলকাতার বিভিন্ন দোকানেও একইভাবে বিক্রি হচ্ছে সেনা জওয়ানদের পোশাক৷ তবে শুধু এ রাজ্যে নয়, ভিন রাজ্যেও অবাধেই চলছে এই কাজ৷
রাজস্থানের জয়সলমেঢ়ে সোনার কেল্লা যাওয়ার পথে রাস্তার দুধারে সারি সারি দোকান আর সেখানে ঝুলছে আস্ত ইউনিফর্মের সেট৷ দাম কম-বেশি এ রাজ্যের মতোই৷
কয়েকমাস আগে উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করে জেলা পুলিশ৷ অবাকভাবে সেই সন্দেহভাজনের কাছ থেকেও উদ্ধার হয় দুই জোড়া সেনা পোশাক৷ তদন্তে জানা যায়, মায়ানমার থেকে বাংলাদেশের পথে এদেশে অনুপ্রবেশ করেছিল সে৷ তবে এই সন্দেহভাজনের কী অভিসন্ধি ছিল তা এখনও জানা যায়নি৷ বার-বার এই সেনা পোশাক পড়েই নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে ঢুকে পড়ছে জঙ্গিরা৷ তবে তা সত্ত্বেও হেলদোল নেই সরকারের৷ পাঠানকোট হামলার পর সেনা পোশাক সাধারণের কাছে বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেও কার্যত সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে বিক্রি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement