সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত পরিস্থিতির জেরে কাশ্মীরের চার জেলায় ফের সেনাবাহিনী মোতায়েন করা হল৷ সেনা-পুলিশ বিরোধী বিক্ষোভে জর্জরিত দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান, কুলগাঁও ও অনন্তনাগে ফেরানো হল সেনা৷ হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর দু’মাস কেটে গেলেও কাশ্মীরের গ্রামীণ এলাকায় কেন্দ্রীয় সরকার বিরোধী বিক্ষোভ থামার ইঙ্গিত নেই৷ শনিবারও উপত্যকায় পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ দেখানোর সময় দুই যুবকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর৷
২৫ বছরের আহমেদ শেখের মাথায় টিয়ার গ্যাসের শেল বিঁধে যায়৷ হাসপাতালে নিয়ে গেলে পুলিশ তাঁকে মৃত বলে ঘোষণা করে৷ অনন্তনাগে ২৩ বছরের ইয়াওয়ার ভাটের মৃত্যু হয় পেলেট গানের গুলিতে৷ শোপিয়ানে মৃত্যু হয়েছে আরেক যুবকের৷ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি যুবকদের মৃত্যুতেই শোক প্রকাশ করেছেন৷
বুদগাম জেলাতেও সংঘর্ষের ফলে কমপক্ষে ১২ জনের অবস্থা গুরুতর বলে খবর৷ উত্তপ্ত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পেলেট গানের ব্যবহার করা হয়৷ সেই গুলিতেই আহত হন অনেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.