Advertisement
Advertisement
Nagaland

নাগাল্যান্ড গুলিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদ করবে রাজ্যের SIT, অনুমতি দিল সেনা

চলতি সপ্তাহেই জওয়ানদের বয়ান রেকর্ড করবে SIT।

Army OKs Probe Team Access To Jawans on Nagaland Firing incidents | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 29, 2021 2:01 pm
  • Updated:December 29, 2021 2:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের গোড়ার দিকে জঙ্গি সন্দেহে সেনাবাহিনীর কমান্ডোদের গুলিতে ১৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে নাগাল্যান্ডে (Nagaland)। যার পর তোলপাড় পড়ে যায় গোটা দেশে। বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়। অপরপক্ষে নতুন করে বিশেষ আইন আফস্পা (AFSPA) প্রত্যাহারের দাবি উঠেছে। এই অবস্থায় নাগাল্যান্ড হত্যাকাণ্ডের তদন্তে রাজ্যের বিশেষ তদন্তকারী দলকে (SIT) জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল সেনা।

গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে ঝাঁজরা হন ১৪ জন নিরীহ গ্রামবাসী। মর্মান্তিক ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশ। সেই সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের গাড়িকে থামতে বলেনি সেনা, বরং সরাসরি গুলি ছোঁড়া হয়। আরও অভিযোগ ওঠে, সেদিন রাতে মৃত গ্রামবাসীদের পোশাক পরিবর্তনের চেষ্টা হয়েছিল। ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। জোরাল হয় আফস্পা প্রত্যাহারের দাবি। এবার ওই ঘটনায় রাজ্যের তদন্তকারী দলকে সেদিন রাতে ‘অপারেশনে’ থাকা জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল সেনা।

Advertisement

[আরও পড়ুন: আফস্পা প্রত্যাহারের লক্ষ্যে পদক্ষেপ? নাগাল্যান্ড নিয়ে বৈঠকের পরই বড় সিদ্ধান্ত অমিত শাহর]

সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই রাজ্যের গঠিত SIT ২১ নম্বর প্যারা স্পেশাল ফোর্সের জওয়ানদের বয়ান রেকর্ড করবে। যদিও এখনও স্পষ্ট নয়, কীভাবে রাজ্যের তদন্তকারী দলকে নাগাল্যান্ড হত্যাকাণ্ডের তদন্তের অনুমতি দেওয়া হল। কারণ এই রাজ্যে এখনও আর্মড ফোর্সেস (স্পেশাল) পাওয়ার অ্যাক্ট লাগু রয়েছে। যে আইনে বলে কেন্দ্রের অনুমতি ছাড়া সেনার বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করতে পারে না রাজ্য।

এদিকে জানা গিয়েছে, রাজ্যের বিশেষ তদন্তকারী দলে প্রথম ৮ সদস্য থাকলেও, পরে তা বেড়ে ২২ সদস্যের হয়েছে। এই দলে রয়েছেন ৫ জন পুলিশ আধিকারিকও। ২২ জন সদস্যকে আলাদা আলাদা ৭টি দলে ভাগ করে তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।

[আরও পড়ুন: সেনার গুলিচালনা নিয়ে সংসদে মিথ্যা বিবৃতির অভিযোগ, নাগাল্যান্ডে পুড়ল অমিত শাহর কুশপুতুল]

প্রসঙ্গত, রবিবার নাগাল্যান্ড সরকারের তরফে জানানো হয়েছে, নাগাল্যান্ড থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা তুলে নেওয়া হবে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখতে একটি প্যানেল গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে হওয়া একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ওই প্যানেলকে আগামী ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement