Advertisement
Advertisement

Breaking News

Bhopal

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! জড়িত একাধিক সম্পর্কে, লেফ্টেন্যান্ট কর্নেলের বিরুদ্ধে থানায় মহিলা কনস্টেবল

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Army officer charged for allegedly harrashed cop on pretext of marriage in Bhopal

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 29, 2025 12:21 pm
  • Updated:March 29, 2025 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ এক সেনা অফিসারের বিরুদ্ধে। শুধু তাই নয়, একই প্রতিশ্রুতি দিয়ে একাধিক সম্পর্কে জড়িয়েছেন ওই ব্যক্তি! এমনকী মামলা দায়েরের কথা বললে মেরে ফেলারও হুমকি দেন তিনি। এই অভিযোগে থানায় দ্বারস্থ মহিলা কনস্টেবল। শুক্রবার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের ভোপালে। যার সূত্রপাত ২০১২ সালে। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম লেফটেন্যান্ট কর্নেল বরুণপ্রতাপ সিং (৪৮)। যিনি বর্তমানে উত্তরাখণ্ডের হলদোয়ানিতে কর্মরত। দায়ের করা মামলায় ওই মহিলা কনস্টেবেলের অভিযোগ, ২০১২ সালে ভোপালে বরুণপ্রতাপের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তখন বরুণ নিজেকে সেনা ক্যান্টিনের আধিকারিক হিসাবে পরিচয় দিয়েছিলেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। ওই বছরের ২৫ ডিসেম্বর বরুণ তাঁকে ভোপালের একটি জায়গায় ডেকে পাঠায়। অভিযোগ, তখনই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বরুণ।

Advertisement

কিন্তু ২০১৩ সালে ওই মহিলা কনস্টেবেল জানতে পারেন, বরুণ আগে থেকেই বিবাহিত। এনিয়ে দু’জনের মধ্যে প্রবল অশান্তি হয়। তখন বরুণ নানা গল্প ফাঁদেন। বলেন, তিনি শীঘ্রই তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবেন। এরপর বিয়ের কথা বললে নানা অজুহাত দেখাতে শুরু করেন। কখনও বাবা-মায়ের অসুস্থতা, আবার অন্য কোনও সমস্যার কথা বলেন। কিন্তু এখানেই শেষ নয়। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ওই মহিলা জানতে পারেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আরও একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন বরুণ।

ওই মহিলা কনস্টেবল পুলিশকে জানান, “আমি যখন থানায় যাওয়ার কথা বললে, বরুণ আমাকে মেরে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয়।” এনিয়ে ভোপাল পুলিশের নারী সুরক্ষা বিভাগের সহকারী কমিশনার নিধি সাক্সেনা বলেন, “অভিযুক্ত ব্যক্তি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল। আমরা তার ইউনিটকে এই মামলা সম্পর্কে জানিয়েছি। যদি তিনি জিজ্ঞাসাবাদের জন্য না আসেন তাহলে তাঁকেব আমরা গ্রেপ্তার করতে বাধ্য হব।” একাধিক ধারায় মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub