Advertisement
Advertisement

বিপন্ন কেরলবাসীর কাছে সাক্ষাৎ ‘ঈশ্বরের দূত’ ভারতীয় সেনা, দেখুন উদ্ধারের ভিডিও

ভিডিও দেখলে গর্ববোধ করবেন আপনিও।

Army, Navy, Air Force join rescue efforts Kerala floods
Published by: Tanujit Das
  • Posted:August 19, 2018 3:44 pm
  • Updated:August 19, 2018 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত কেরল৷ বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ‘ঈশ্বরের আপন দেশ’-এ৷ সরকারি হিসাবে সলিল সমাধি ঘটেছে প্রায় ৩৬০ জনের, নিখোঁজ কয়েক হাজার মানুষ৷ বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে৷ ইতিমধ্যে কেরলে প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র এবং জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি৷ ৫০০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক রাজ্য৷

বিপন্ন কেরলবাসীর কাছে কার্যত ভগবানের দূত হিসাবে হাজির হয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা৷ রাজ্যের ১৪টি জেলার প্রত্যন্ত স্থানে পৌঁছে গিয়েছেন স্থল সেনা, বায়ু সেনা ও নৌ-সেনার জওয়ানরা৷ জলবদ্ধ মানুষকে উদ্ধার করতে বাড়ির ছাদে নামান হচ্ছে সেনার হেলিকপ্টার৷ উদ্ধার করা হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে ছোট শিশু, এমনকি বিপন্ন প্রাণীদের৷ বুক জলে নেমে আটকে পড়া মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন সেনা জওয়ানরা৷

ইতিমধ্যে ত্রাণ শিবিরে প্রায় পাঁচ লাখ মানুষকে উদ্ধার করে এনেছেন তাঁরা৷ সমস্ত বাধা টপকে এখন বিপর্যস্ত মানুষদের উদ্ধার করাই তাঁদের জীবনের মূল লক্ষ্য হয়ে উঠেছে৷ দেশের যেকোনও বিপর্যয়ে বরাবরই বিপদতারিণীর ভূমিকা পালন করেছেন সেনা জওয়ানরা৷ সে সন্ত্রাস হানাই হোক বা সুনামি অথবা আয়লা৷ দেশের সেবার সর্বদা ব্রত থেকেছে ভারতীয় সেনা৷ সন্ত্রাসী নিকেশে যে গতিতে তাঁরা অস্ত্র চালাতে পারেন, সেই গতিতেই ঝাঁপিয়ে পড়েন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায়৷ এহেন ভারতীয় সেনাকে দেশবাসীর পক্ষ থেকে স্যালুট!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement