Advertisement
Advertisement

Breaking News

New Delhi

পরপুরুষের সঙ্গে স্ত্রীর হোটেলযাপনের সিসিটিভি ফুটেজ দেখতে চেয়ে আদালতে মেজর, কী বললেন বিচারক

গোপনীয়তার অধিকার ভঙ্গ করা যায় না, বলছে আদালত।

Army major seeks wife's hotel CCTV footage, New Delhi court upholds right to privacy

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:May 24, 2025 10:57 am
  • Updated:May 24, 2025 12:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে, এই সন্দেহে আদালতের দ্বারস্থ হয়ে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেন মেজর স্বামী। কিন্তু আদালত আর্জি খারিজ করে দিল। জানিয়ে দিল, গোপনীয়তার অধিকার ভঙ্গ করা যায় না।
বিচারক বৈভবপ্রতাপ সিং বলেছেন, ”হোটেলে গোপনীয়তার অধিকার এবং একা থাকার অধিকার সাধারণ এলাকাগুলিতেও প্রযোজ্য হবে। এবং সেখানে যে তৃতীয় পক্ষের উপস্থিতি নেই তাদের অতিথির তথ্য চাওয়ার কোনও বৈধ অধিকার নেই। বুকিং বিবরণের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”

Advertisement

এক মেজরের অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অন্য এক সেনা অফিসার, তিনিও মেজর। দু’জনে একটি হোটেলে গিয়েছিলেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দিল্লি আদালতে মামলা দায়ের করেন তিনি। আদালতের কাছে জারি করা অভিযোগে তিনি বলেন, স্ত্রী এবং তাঁর তথাকথিত প্রেমিকের শুনানির অধিকার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে মামলার কেন্দ্রবিন্দুতে থাকা সত্ত্বেও মামলায় তাঁদের নাম উল্লেখ করা হয়নি।

এই পরিস্থিতিতে শুনানির সময় বিচারক উল্লেখ করেন ২০১৮ সালের একটি মামলার। যে মামলায় বলা হয়েছিল, কোনও ব্যক্তি অন্য কারও স্ত্রীর মনোযোগ ‘চুরি’ করতে পারে না। এবং ওই মহিলার অধিকার রয়েছে কাকে ভালোবাসবেন তা বেছে নেওয়ার। সেই সঙ্গে পরিষ্কার করে দেওয়া হয়, কোনও মহিলাকে অমানবিক করে তোলা হয় এমন মানসিকতা দেখালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement