বুদগামে জঙ্গিদের খোঁজে চলছে অভিযান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত ভূস্বর্গ। একদিকে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অন্যদিকে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে অভিযান। সবমিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর। সীমান্তে পাক সেনার ছোঁড়া গুলিতে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। জখম হয়েছেন এক গ্রামবাসী।কাঁধে গুরুতর জখম নিয়ে হাসপাতালে ভরতি রয়েছেন ওই ব্যক্তি।
J&K: A man was injured in shelling by Pakistan in Manjakote sector of Rajouri dist last night. He was later brought to hospital. Doctor says, “He has a shell injury in his right shoulder. After x-ray & ortho consultation we removed the shell. He is stable and under observation.” pic.twitter.com/ohqqsLK9yd
— ANI (@ANI) June 11, 2020
সূত্রের খবর, বুধবার রাত থেকে রাজৌরি ও পুঞ্চ জেলা বরাবর তারকুন্ডি সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে তারা। পালটা জবাব দেয় ভারতও। কোনওরম উসকানি ছাড়াই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে খবর। তাদের গুলিতে এক জওয়ান নিহত হয়। রাজৌরি জেলার এক গ্রামবাসী জখম হন। বৃহস্পতিবারবার ভোররাত পর্যন্ত দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে বলে খবর।
One Indian Army jawan lost his life in ceasefire violation by Pakistan in Rajouri sector of Jammu and Kashmir: Indian Army Sources
— ANI (@ANI) June 11, 2020
এদিকে কাশ্মীরের বুদগাম জেলায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে অভিযান। সূূত্রের খবর, বুদগাম জেলায় কয়েকজন জেহাদি আত্মগোপন করে আছে বলে খবর আসে। এরপরই রাত দুটো নাগাদ অভিযানে নামে যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপথারি গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদিরা। পালটা জবাব দেয় যৌথবাহিনীও। তবে বেলা সাড়ে দশটা অবধি পাওয়া খবরে কোনও জঙ্গিকে নিকেশ করা যায়নি। চলছে অভিযান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.