ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সীমান্তে যুদ্ধবিরতি (Ceasefire Violations) লঙ্ঘন করল পাকিস্তান (Pakistan)। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আজ ভোররাতে এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি গোলাবর্ষণও শুরু করে তারা। পাক সেনার গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন একজন।
প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার রাতেই পুঞ্চ জেলার মানকোট ও কৃষ্ণঘাঁটি সেক্টরে হামলা চালায় পাকিস্তান। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিতে শুরু করে।
শহিদ জওয়ানের নাম ল্যান্সনায়েক কর্নেল সিং। আহত জওয়ানের নাম বীরেন্দ্র সিং। তাঁর চোখে আঘাত লেগেছে। রাজৌরির সেনা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভরতি করা হয়েছে তাঁকে। গত পাঁচদিন ধরেই পুঞ্চ জেলায় গোলাগুলি বর্ষণ করেছে পাকিস্তান। তাদের ছোঁড়া গোলার আঘাতে অসংখ্য পশু আহত হয়েছে। চলতি বছরের শুরু থেকেই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কেবলমাত্র সেপ্টেম্বরেই তারা ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
গত ৫ সেপ্টেম্বর রাজৌরি জেলার সুন্দরবেনি সেক্টরে পাকিস্তানের চালানো গুলিতে এক জওয়ান শহিদ হয়েছিলেন। এক সেনা আধিকারিক-সহ আহত হয়েছিলেন দু’জন। তার আগে ২ সেপ্টেম্বর রাজৌরির কেরি সেক্টরেও পাক সেনাদের চালানো গুলিতে শহিদ হন এক জওয়ান।
৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করার পর থেকেই সীমান্তরেখায় পাকিস্তানের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল, গত আট মাসে মোট ৩ হাজার ১৮৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত সতেরো বছরের হিসেবে এটাই এক বছরে তাদের সর্বাধিক যুদ্ধবিরতি লঙ্ঘন। ২০০৩ সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে বারবার উঠলেও গত ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর সময়সীমায় তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.