সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছে পাক জঙ্গিরা। ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড শনিবার এই কথা জানিয়ে বলে, “গত ২৪ ঘন্টায় ১০ জন সশস্ত্র জঙ্গিকে নিকেশ করেছে সেনা।” পাক সেনা ও পাকিস্তানের টাকায় চলা জঙ্গি সংগঠনের সদস্যরা নিয়ন্ত্রণরেখায় লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সতর্ক করে দিয়েছে নর্দার্ন কমান্ড।
In the last 24 hours, 10 heavily armed terrorists have been successfully eliminated: Army
— ANI (@ANI_news) May 27, 2017
সেনা সূত্রে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছে রামপুর সেক্টরে জঙ্গিদমন অপারেশনে ৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। রুখে দেওয়া হয়েছে অনুপ্রবেশের পরিকল্পনা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল সেক্টরে আরও ২ জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সশস্ত্র সেনা। যার মধ্যে উল্লেখযোগ্য, হিজবুল মুজাহিদিন জঙ্গি সাবজার আহমেদ ভাটের মৃত্যু। বুরহান ওয়ানির পর আহমেদ ভাটের নেতৃত্বেই উপত্যকায় অশান্তি ছড়াচ্ছিল হিজবুল জঙ্গিরা। গতবছরের ৮ জুলাই অশান্ত কাশ্মীরে সেনার গুলিতে নিহত হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি। শীর্ষস্থানীয় ২ জঙ্গিকে নিকেশ করে উপত্যকায় জঙ্গি মতাদর্শ প্রচার ও নাশকতার কাজে লিপ্ত মুজাহিদিনের একটা বড় অংশকেই নির্মূল করা গিয়েছে বলে মনে করছে সেনা।
#JKOps Two terrorists killed in Soyimuh, Tral, South Kashmir. Ops in progress; more likely @adgpi
— NorthernComd.IA (@NorthernComd_IA) May 27, 2017
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশ জুড়ে চূড়ান্ত সতর্ক রয়েছে সেনা। একের পর পাক জঙ্গি ও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার প্রত্যাঘাত করতে পারে পাকিস্তান, এই বলে দিল্লি, মুম্বই, পাঞ্জাব ও রাজস্থানে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, দেশের বড় বড় মেট্রো শহরগুলিতে নাশকতার ছক কষছে লস্কর-ই-তৈবার মতো পাক জঙ্গিরা৷ শুধু পরিকল্পনাই নয়, বড় রকমের হামলা চালানোর লক্ষ্যে ইতিমধ্যে এদেশে ঢুকে পড়েছে লস্কর-ই-তৈবার ২০-২২ জঙ্গির একটি দল৷ গোয়েন্দাদের ধারণা, অনুপ্রবেশকারী এই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই৷
#JKOps Four terrorists attempting infiltration eliminated on the LC in Rampur Sect, Kashmir. Op in progress @adgpi
— NorthernComd.IA (@NorthernComd_IA) May 27, 2017
জঙ্গি হামলার সতর্কতা জারি করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। মেট্রো স্টেশন, রেল স্টেশন, বিমানবন্দর, হোটেল, পর্যটন কেন্দ্র, বাজার, ধর্মস্থান-সহ সমস্ত জনবহুল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী৷ গোয়েন্দা সংস্থার তরফে দেশবাসীকে সাবধান করে জানানো হয়েছে, অনুপ্রবেশকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়তে পারে এবং দেশের একাধিক স্থানে ধারাবাহিকভাবে নাশকতা ঘটাতে পারে৷ নাশকতার মাধ্যম হিসাবে লস্কর জঙ্গিরা বেছে নিতে পারে আত্মঘাতী বিস্ফোরণকে৷ সাধারণ দেশবাসীকে সতর্ক করার লক্ষ্যে সংবাদমাধ্যমের সাহায্য চেয়েছে গোয়েন্দা সংস্থা৷ গত সপ্তাহে উচ্চপদস্থ এক মার্কিন গোয়েন্দা আধিকারিক সতর্ক করে জানিয়েছিলেন, একটি পাক জঙ্গি গোষ্ঠী ভারতে নাশকতার ছক কষছে৷ এক্ষেত্রেও পাক-জঙ্গিদের উপর নিয়ন্ত্রণে রাখতে ইসলামাবাদ ব্যর্থ বলে জানিয়েছিলেন ওই মার্কিন গোয়েন্দা কর্তা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.