Advertisement
Advertisement

মণিপুরের জঙ্গিগোষ্ঠীর ডেরা গুঁড়িয়ে দিল সেনা, উদ্ধার প্রচুর অস্ত্র

উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসদমনে বড়সড় সাফল্য সেনার৷

Army Dismantles Hidden Camp Of Insurgent Group NSCN(IM) In Manipur
Published by: Tanujit Das
  • Posted:July 7, 2019 2:46 pm
  • Updated:July 7, 2019 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতে গোপনে শক্তি বাড়াচ্ছে জঙ্গি সংগঠন এনএসসিএন (আইএম)৷ গোয়েন্দা সূত্রে দীর্ঘদিন ধরেই এই খবর আসছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে৷ অবশেষে এনএসসিএন-র বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সেনা৷ কুখ্যাত এই জঙ্গি সংগঠনের গোপন ডেরায় অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করল জওয়ানরা। সূত্রের খবর, উদ্ধার হয়েছে এমআই-১৬ মার্কিন অ্যাসল্ট রাইফেল, ১৫০ রাউন্ড গুলি-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র। এবং আটক করা হয়েছে এক জঙ্গিকেও।

[ আরও পড়ুন: নির্যাতন বৃদ্ধির জন্য দায়ী মহিলাদের জীবনযাপন’, বিতর্কিত মন্তব্য শীর্ষ পুলিশকর্তার ]

Advertisement

সেনা সূত্রে খবর, মণিপুরের বিস্তীর্ণ অংশে ভিত শক্ত করছে এনএসসিএন (আইএম)৷ ফের সক্রিয় হয়েছে সংগঠনের জঙ্গিরা। মণিপুর-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির গ্রামে গ্রামে তোলাবাজি ও লুটপাট চালাচ্ছে তারা। সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে৷ জানা গিয়েছে, এই খবর পেয়ে গত ৫ জুলাই গভীর রাতে মণিপুরের কেকরু নাগা গ্রামে অভিযান চালান জেনা বাহিনীর জওয়ানরা। সেখানে এনএসসিএন (আইএম)-এর গোপন ডেরার সন্ধান পান তারা। ওই ডেরা থেকেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র ও জঙ্গি সংগঠনের পোশাক৷ আগুন লাগিয়ে দেওয়া হয় জঙ্গি ডেরায়৷

[ আরও পড়ুন: চরম আতঙ্কে কাটছে দিন, প্রাণ বাঁচাতে নাম বদলের ভাবনা মুসলিম আমলার ]

সেনার অনুমান, সন্ত্রাসদমন অভিযানের খোঁজ আগেই পেয়ে গিয়েছিল জঙ্গিরা৷ সে কারণে ঘাঁটি থেকে চম্পট দেয় তারা৷ সূত্রের খবর, গ্রামবাসীদের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করে জঙ্গিরা৷ তবে শেষরক্ষা হয়নি৷ এই পালানোর সময়ই সেনার হাতে পাকড়াও হয় এক এনএসসিএন (আইএম) জঙ্গি৷ সেনা সূত্রে খবর, উত্তর-পূর্বে আর কোথায় কোথায় এমন গোপন আস্তানা গড়ে তুলেছে জঙ্গিরা, সেই খোঁজ চালানো হচ্ছে৷

প্রসঙ্গত, ১৯৮০-তে থুইংগালেং মুইভা ও ইসাক চিসি সু-র নেতৃত্বে এনএসসিএন (আইএম) নামক জঙ্গিগোষ্ঠীটি তৈরি হয়। প্রথম থেকেই মণিপুরে সক্রিয় ছিল এই জঙ্গিগোষ্ঠী। ওই অংশের সাধারণ মানুষদের হত্যা এবং তোলাবাজি, লুটপাট চালায় এরা৷ ২০১৫-তে কেন্দ্রের সঙ্গে একটি সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর করে এই গোষ্ঠী। সেই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্পের বাইরে অস্ত্র নিয়ে যাওয়ার অনুমতিই নেই জঙ্গি গোষ্ঠীর সদস্যদের। কিন্তু চুক্তি লঙ্ঘন করে গোপনে উত্তর-পূর্বে শক্তি বাড়াচ্ছে এই জঙ্গি গোষ্ঠী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement