Advertisement
Advertisement

জঙ্গি বিরোধী অভিযানে নয়া পন্থা সেনার

জঙ্গিদের মদতদাতাদের রেয়াত করা হবে না৷

Army devices new strategy to fight stone pelters  during anti-terror ops
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2017 11:19 am
  • Updated:February 21, 2017 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস জর্জর জম্মু ও কাশ্মীরে জঙ্গিদমনে এবার আমূল রণনৈতিক পরিবর্তন এনেছে ভারতীয় সেনা৷ সম্প্রতি, কাশ্মীর উপত্যকায় জঙ্গিবিরোধী অভিযানে বেশ কয়েকজন সেনা জওয়ান শহিদ হওয়ার পর সেনার শীর্ষকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন৷

নিষেধাজ্ঞা তুলতে বলে পাক সরকারকে হুঁশিয়ারি হাফিজের

শহরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান চালাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে সেনা৷ অভিযান চলাকালীন জঙ্গিদের আড়াল করতে বেশ কয়েকবার জওয়ানদের পথ আগলে দাঁড়িয়েছে বিক্ষোভকারীরা৷ শুধু তাই নয়, জওয়ানদের লক্ষ্য করে পাথরও ছোড়া হয়৷ এবং এই সুযোগে পালাতে সক্ষম হয় জঙ্গিরা৷ পরিস্থিতি জটিল করে এবার কাশ্মীরের জনবহুল এলাকায় ঘাঁটি গাড়ছে জঙ্গিরা৷ এছাড়াও সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা৷ গত কয়েকমাসে অভিযান চলাকালীন জনতাকে ঢাল করে প্রায় ২৫ জন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷

Advertisement

বিতর্কিত জলরাশিতে ভাসমান পরমাণু কেন্দ্র বানাবে চিন

এই সমস্যার সমাধানে এবার নতুন কয়েকটি পন্থা গ্রহণ করেছে সেনা৷ এ নিয়ে সামরিক, আধাসামরিক বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের জন্য একটি নির্দেশিকাও জারি করা হয়েছে৷ এতে বলা হয়েছে, যেখানে সেনা ও জঙ্গিদের গুলির লড়াই হবে সেখানে একটি সাঁজোয়া গাড়ির ভেতর একটি কমান্ড ও কন্ট্রোল রুম স্থাপন করা হবে৷ ওই কন্ট্রোল রুম থেকে সুরক্ষাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে৷ এছাড়াও ওই এলাকার জনতাকে জমায়েত হতে বাধা দেবে পুলিশ৷ গুলির লড়াই শুরু হলেই এলাকায় ১৪৪ ধারা জারির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারদের৷ এছাড়াও পাথর ছোড়ায় জড়িতদের ও জঙ্গিদের মদতদাতাদের  একটি তালিকা বানাবে পুলিশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷

ইসরোর সাফল্যকে খাটো করে ভারতকে তুলোধোনা করল চিন

গতবছর হিজবুল জঙ্গিনেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলার সংখ্যা বেড়ে গেছে৷ এছাড়াও পাকিস্তান ও ইসলামিক স্টেটের পতাকা হাতে বেশ কয়েকটি প্রদর্শনের ঘটনা হয়েছে৷ সেনাপ্রধান বিপিন রাওয়াত ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে, জঙ্গিদের মদতদাতাদের রেয়াত করা হবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement