সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সংঘর্ষবিরতি পাকিস্তানের৷ জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গির গ্রেনেড হামলায় শহিদ এক সেনা৷ এক জঙ্গিকেও নিকেশ করা হয়েছে৷ সূত্রের খবর, পুলওয়ামার ছাতাপোরায় একটি বাড়িতে লুকিয়ে রয়েছে আরও কিছু জঙ্গি৷ ওই বাড়িটিকে ঘিরে রেখেছে সেনাবাহিনী৷ এখনও জারি রয়েছে অপারেশন৷
শুক্রবার সকালে উপত্যকার কুপওয়ারা ত্রেগামে সেনা তল্লাশি অভিযান শুরু করে৷ সেই সময় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে শুরু হয় গ্রেনেড হামলা৷ পালটা জবাব দেয় সেনাবাহিনী৷ দু’পক্ষের মধ্যে শুরু হয় গ্রেনেড ও গুলির লড়াই৷ নিকেশ করা হয় এক জঙ্গিকে৷ নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি৷ এদিকে, জঙ্গিদের গ্রেনেড হামলায় একজন সেনাও শহিদ হন৷ জখম হন আরও তিনজন৷ তাঁরা হাসপাতালে ভরতি রয়েছেন৷ আহগ্রামেও সেনা তল্লাশি অভিযানের সময় হামলা চালায় জঙ্গিরা৷ হামলায় এক সেনা জখম হয়েছে৷ গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা৷
#UPDATE One terrorist killed in an encounter near Trehgam in Kupwara district, Operation over. #JammuAndKashmir
— ANI (@ANI) June 29, 2018
সেনা-জঙ্গি গুলির লড়াই চলে পুলওয়ামাতেও৷ গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর পৌঁছায় ছাতাপোরা এলাকায় একটি বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা৷ ঠুমনাতেও জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ দু’টি জায়গাতেই শুরু হয় তল্লাশি অভিযান৷
#JammuAndKashmir: Encounter underway between terrorists and security forces in Pulwama’s Chatapora. Terrorists reportedly trapped in a residential building. More details awaited. (visuals deferred by unspecified time) pic.twitter.com/Jzm25D58Fi
— ANI (@ANI) June 29, 2018
সেনা অভিযান ঠেকাতেই গুলির লড়াই শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনাও৷ যদিও এই সংঘর্ষে জখম হয়েছে তিন সাধারণ নাগরিকও৷ পুলওয়ামা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের৷ একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শ্রীনগরে স্থানান্তরিত করা হয়েছে৷
একেই পিডিপি-বিজেপি বিচ্ছেদের পর উপত্যকায় জারি রয়েছে রাজ্যপাল শাসন৷ তারই মাঝে শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা৷ পুণ্যার্থীদের ওপর জঙ্গি হামলা ঠেকাতে উপত্যকার নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই আবারও সেনার তল্লাশি অভিযানে জঙ্গি হামলায় চিন্তিত প্রশাসন৷ সব মিলিয়ে আপাতত থমথমে উপত্যকা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.