Advertisement
Advertisement
Army Chopper

ফের অরুণাচলে ভেঙে পড়ল সেনার কপ্টার, উদ্ধার ২ জনের দেহ

মৃতের সংখ্যা বাড়তে পারে,আশঙ্কা উদ্ধারকারীদের।

Army chopper crashes in Arunachal, rescue operations begin | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:October 21, 2022 12:57 pm
  • Updated:October 21, 2022 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচলে ভেঙে পড়ল সেনাবাহিনীর (Army Chopper) একটি হেলিকপ্টার। শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।ইতিমধ্যেই হেলিকপ্টার ভেঙে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি খুবই দুর্গম হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার। দুবারই অরুণাচলে ভেঙেছে সেনার হেলিকপ্টার।

জানা গিয়েছে, শুক্রবার সকালে অরুণাচলের (Arunachal Pradesh) টুটিং এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি ভেঙে পড়ে। গুয়াহাটির প্রতিরক্ষা পিআরওর তরফে জানানো হয়েছে, লিকাবলি এলাকা থেকে টেক অফ করেছিল ওই হেলিকপ্টারটি। তারপর হঠাৎই সিংগিং গ্রামের কাছে ভেঙে পড়ে সেনার চপার। তবে ওই হেলিকপ্টারে কে কে ছিল, সেই বিষয়ে কিছু বলা হয়নি সেনার তরফে।

[আরও পড়ুন: ‘অর্থনীতি নিয়ে রঘুরাম রাজনের সঙ্গে কথা বলুন’, মোদিকে পরামর্শ চিদম্বরমের, পালটা বিজেপির]

তবে স্থানীয় পুলিশ আধিকারিকরা জানান, দুর্গম জায়গায় ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। সিয়াং জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট জুম্মার বাসার বলেছেন, “যেখানে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে, সেখানে গাড়ি করে যাওয়া যায় না। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ” জানা গিয়েছে, কেবলমাত্র একটি ঝুলন্ত সেতুর সাহায্যেই ঘটনাস্থলে যাওয়া যায়। ভারতীয় সেনা ও বায়ুসেনার যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, মোট পাঁচজন যাত্রী ছিলেন দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে। 

ঘটনার কথা জেনে টুইট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। তিনি লিখেছেন, “ভারতীয় সেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ভেঙে পড়ার খবরে আমি খুবই চিন্তিত। অরুণাচল প্রদেশের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার সমবেদনা রইল।” প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসের ৫ তারিখে একইরকম ভাবে ভেঙে পড়েছিল সেনার একটি হেলিকপ্টার। সেখানে মৃত্যু হয় হেলিকপ্টারের চালকের।

[আরও পড়ুন:সন্ন্যাসিনী সেজে ভারতে লুকিয়ে চিনা গুপ্তচর! দিল্লি পুলিশের হাতে আটক মহিলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement