Advertisement
Advertisement

পাকিস্তানকে শায়েস্তা করতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত সেনাপ্রধানের

'এভাবে সীমান্তে শান্তি ফেরানো সম্ভব নয়।'

Army chief hints at another Surgical strike

'এভাবে সীমান্তে শান্তি ফেরানো সম্ভব নয়।'

Published by: Subhajit Mandal
  • Posted:September 24, 2018 7:36 pm
  • Updated:September 24, 2018 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই বড় ঘোষণা সেনাপ্রধান বিপিন রাওয়াতের। সন্ত্রাসবাদ রুখতে আরও একবার সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন, ঘোষণা করলেন সেনাপ্রধান। জানিয়ে দিলেন পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে পদক্ষেপ করছে ততদিন সীমান্তে শান্তি ফিরতে পারে না।

[কাশ্মীর সীমান্তে ফের অনুপ্রবেশ রুখল সেনা, খতম তিন জঙ্গি]

নয়া পাক প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান শপথ নেওয়ার পর থেকেই শান্তির বার্তা দিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু মুখে শান্তির বার্তা দিলেও কাজের ক্ষেত্রে উল্টোটাই করছে পাক-শিবির। প্রতিনিয়তই সীমান্তে বর্বরোচিতভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক-রেঞ্জার্স। এরই প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও বাতিল করে ভারত। সরকারের সেই সিদ্ধান্তেরও প্রশংসা করেন সেনাপ্রধান। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জঙ্গি নিয়ন্ত্রণে ভারতের আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক প্রয়োজন হতে পারে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ততদিন সম্ভব নয়, যতদিন পাকিস্তান নিজেদের সেনা এবং আইএসআইয়ের গতিবিধি নিয়ন্ত্রণ করছে। সীমান্তে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না হলে পরিস্থিতির উন্নতিও হবে না।” রাওয়াত আরও বলেন, ” সেনার কার্যকলাপে ক্রমশ হতাশ হয়ে পড়ছে জঙ্গিরা, আর সেকারণেই লুকিয়ে থেকে পুলিশকর্মীদের টার্গেট করছে।”

Advertisement

[চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে পৃথ্বী মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের]

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর বিএসএফের তৎকালীন ডিজিএমও সাংবাদিক বৈঠক করে জানান পাক সীমা পেরিয়ে ওপ্রান্তের জঙ্গিদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতীয় সেনা। ভারতীয় জওয়ানদের সেই দুঃসাহসীক অভিযানে বেশ কিছু জঙ্গিঘাঁটি ধ্বংস হয় এবং অসংখ্য জেহাদির মৃত্যু হয়েছে বলেও জানানো হয় বিএসএফের তরফে। পরে, সেই সার্জিক্যাল স্ট্রাইকের একটি ভিডিও-ও প্রকাশ করে সেনা। আগামী ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক দিবস হিসেবে পালন করা হবে ভারতে। তাঁর আগে সেনা প্রধানের এই মন্তব্য নতুন করে জল্পনা বাড়ালো। দু’দিন আগেই পাক সেনা হুঙ্কার দিয়েছিল, তাঁরা ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। তারপর ভারতীয় সেনাপ্রধানের পালটা মন্তব্যে সীমান্তে উত্তাপ বাড়ার আঁচ পাচ্ছেন কূটনীতিকরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement