সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের উপর আরও চাপ বাড়াতে এবার তিনদিনের দক্ষিণ কোরিয়া সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে (Manoj Mukund Naravane)। দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর জন্য তাঁর এই সফর বলে জানা গিয়েছে।
Chief of Army Staff General MM Naravane today began his three days official visit to the Republic of Korea by paying tributes to bravehearts at the National Cemetery. The visit aims to further strengthen strategic & defence cooperation between the two countries: Indian Army pic.twitter.com/f5viP5oyO1
— ANI (@ANI) December 28, 2020
সোমবার ভারতীয় সেনার পক্ষ থেকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, সোমবার পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও দৃঢ় করার জন্য তিন সফরে সিওল রওনা হয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। সেখানে গিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় শহিদ স্মারক ও ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করার পাশাপাশি একাধিক বৈঠক করবেন তিনি। দেখা করবেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান চেয়ারম্যান অফ জয়েন্ট চিফস অফ স্টাফ ও ডিফেন্স এক্যুইজিসিন প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন (DAPA) মন্ত্রীর সঙ্গে। তাঁদের মধ্যে হওয়া আলোচনায় ভারত ও দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পর্ক আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। এছাড়া ইনজে প্রদেশের গ্যাংওয়ন শহরে অবস্থিত কোরিয়া কমব্যাট ট্রেনিং সেন্টার এবং ডেজিওনে অবস্থিত এজেন্সি ফর ডিফেন্স ডেভেলপমেন্ট (ADD) -এর দপ্তরেও যাওয়ার কথা ভারতীয় সেনাপ্রধানের।
লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকেই তৎপর হয়ে উঠেছে ভারত। আর তাই করোনা মহামারীর মধ্যেই মায়ানমার, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের পর এবার দক্ষিণ কোরিয়া সফরে গেলেন মনোজ মুকুন্দ নারাভানে। যা দেখে বিশেষজ্ঞরা বলছেন, চিনকে চাপে রাখতেই বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে ভারত। আর তাই এই প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবে গিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধান। যা স্বাধীন ভারতের ইতিহাসে আগে কোনওদিন হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.