সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিয়াচেনে মোতায়েন ভারতীয় জওয়ান প্রয়াত ল্যান্সনায়েক হনুমনথাপ্পা কোপ্পাড়কে রবিবার তাঁর শৌর্যের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত করলেন নয়া সেনাপ্রধান বিপিন রাওয়াত৷
সিয়াচেনে কয়েক টন ভারী বরফের নিচে চাপা পড়ে থাকলেও জীবিত অবস্থায় হনুমনথাপ্পাকে উদ্ধার করা হয়। তাঁর সুস্থতার কামনায় দেশজুড়ে যজ্ঞ শুরু হয়। পরে অবশ্য হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সেনা দিবসে তাঁকে স্মরণ করেন তাঁর সহকর্মীরা।
Delhi: Army Chief Gen Bipin Rawat honours wife of Siachen braveheart Lance Naik Hanamanthappa with Gallantry ward #ArmyDay pic.twitter.com/2IjQzRfRKZ
— ANI (@ANI_news) January 15, 2017
হনমনথাপ্পার হয়ে তাঁর স্ত্রী এই পুরস্কার গ্রহণ করেন৷ হনুমানথাপ্পা ছাড়াও আরও ১৫ জন জওয়ানকে এদিন শৌর্য পুরস্কারে ভূষিত করা হল, যাঁদের মধ্যে পাঁচজন শহিদ হয়েছেন৷
প্রতি বছর ১৫ জানুয়ারি দেশজুড়ে পূর্ণ নিষ্ঠায় জাতীয় সেনা দিবস পালন করা হয়। ১৯৪৯ সালে লেফটানেন্ট জেনারেল কে এম কারিয়াপ্পা আজকের দিনেই ভারতীয় সেনা বাহিনীর কমান্ডার-ইন-চিফ পদে প্রথম ভারতীয় হিসেবে যোগদান করেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিতেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
Delhi: Army Chief Gen Bipin Rawat presents awards and honours on the ocassion of #ArmyDay pic.twitter.com/o756clT5Ob
— ANI (@ANI_news) January 15, 2017
আজ সেনা দিবসে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখাই অগ্রাধিকার, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে উপযুক্ত জবাব দিতে কসুর করবে না সেনা।
Salute martyrs who sacrificed their lives,our valour is because of them; indebted to them&their families:Army Chief Gen Bipin Rawat #ArmyDay pic.twitter.com/ZcmllAVCxp
— ANI (@ANI_news) January 15, 2017
শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেনা প্রধান বলেছেন, যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই শহিদদের অভিবাদন। আমাদের বাহিনীর শৌর্য তাঁদের জন্যই। তাঁদের ও তাঁদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ।
Peace across LoC is priority but will not shy away from giving befitting reply to ceasefire violations: Army Chief Gen Bipin Rawat #ArmyDay pic.twitter.com/0mfLyZp47o
— ANI (@ANI_news) January 15, 2017
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা দিবসে সৈন্যদের সাহসিকতাকে অভিবাদন জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, সেনা দিবসে সমস্ত সেনা, প্রাক্তন সমরকর্মী ও তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছা।
We remember with great pride all the sacrifices made by our Army. They put their lives at risk so that 125 crore Indians live peacefully.
— Narendra Modi (@narendramodi) January 15, 2017
প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষাই হোক বা প্রাকৃতিক বিপর্যয়ে নাগরিকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ভারতীয় সেনাবাহিনী সর্বদাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
Greetings to all soldiers, veterans & their families on Army Day. We salute the courage & invaluable service of the Indian Army.
— Narendra Modi (@narendramodi) January 15, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.