Advertisement
Advertisement

Breaking News

রাডার

মোদির পথেই ‘রাডার’ ব্যাখ্যা সেনাপ্রধানের, সমালোচনা হলেও কথায় যুক্তি দেখছেন বিশেষজ্ঞরা

সেনাপ্রধান বিপিন রাওয়াতের ব্যাখ্যা এত সহজে উড়িয়ে দিতে নারাজ বিশেষজ্ঞদের একাংশ৷

Army chief almost supports Modi's comment on radar
Published by: Sucheta Sengupta
  • Posted:May 27, 2019 9:31 am
  • Updated:May 30, 2023 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: আকাশ মেঘে ঢাকা থাকায় পাকিস্তানি রাডার ঠিকমতো কাজ করছিল না৷ ফলে ভারতের সুবিধা হয়েছিল৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের দিন মেঘলা আকাশ প্রসঙ্গে এমনই বলেছিলেন নরেন্দ্র মোদি৷ বলেছিলেন, নির্দিষ্ট দিন আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় তাঁর মনে হয়েছিল, পাকিস্তানের রাডারের নজরদারি এড়াতে পারবে ভারতীয় বায়ুসেনা৷ সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যের নেপথ্যে মেঘলা আকাশকেও বেশ কৃতিত্ব দিয়েছিলেন মোদি৷তাঁর এই বক্তব্য বেশ হাস্যকর হয়ে দাঁড়িয়েছিল বিরোধী পক্ষের কাছে৷ এনিয়ে কম সমালোচনাও হয়নি৷

[আরও পড়ুন: ছত্তিশগড়ে খতম বিজেপি বিধায়ক খুনে অভিযুক্ত মাওবাদী]

এবার তাঁর সুরেই সুর মেলালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ রবিবার সদ্য পাশ করা প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷ তাঁদের ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত নানা প্রযুক্তি নিয়ে বোঝাচ্ছিলেন৷ এমন সময়ে সাংবাদিকরা তাঁকে মোদির ‘রাডার’ মন্তব্য নিয়ে প্রশ্ন করেন৷ তার জবাবে রাওয়াত বলেন, ‘অনেক ধরনের রাডার আছে৷ একেকটা একেকরকম প্রযুক্তিতে কাজ করে৷ কোনও রাডার মেঘাচ্ছন্ন আকাশেও কাজ করে, কোনওটা কাজ করে না৷ এটা নির্ভর করছে কোন প্রযুক্তিতে রাডারটি কাজ করছে, তার উপর৷ কিছু কিছু আমরা বুঝতে পারি, কিছু পারি না৷’

Advertisement

বিপিন রাওয়াতের এই বিশ্লেষণের পর অনেকে তাঁর বক্তব্য নিয়ে সমালোচনা শুরু করেছে৷ তবে বিশেষজ্ঞদের একাংশের মত, রাওয়াতের বিশ্লেষণে যুক্তি আছে৷ তিনি প্রযুক্তির খুঁটিনাটি জেনেই তা বলেছেন৷ রাডার বিভিন্ন প্রযুক্তিতে কাজ করে৷ তাদের কর্মক্ষমতাও ভিন্ন৷ কোনওটি প্রাকৃতিক বিপর্যয়ে অনায়াসে কাটিয়ে সমস্ত ধরনের নজরদারি চালাতে সক্ষম, আবার কোনওটি প্রযুক্তিগতভাবে ততটা উন্নত না হওয়ায় মেঘ-বৃষ্টির মধ্যে নজরদারির কাজ চালাতে পারে না৷ বালাকোট হামলার দিন আচমকাই আবহাওয়া খারাপ হতে থাকে৷ তাতে সমর বিশেষজ্ঞরা নির্ধারিত হামলার দিনক্ষণ পালটে দেওয়ার কথা বলেছিলেন৷ কিন্তু মোদি তাঁদের এই প্রস্তাবে রাজি ছিলেন না৷ তাঁর মনে হয়েছিল, খারাপ আবহাওয়ায় আদতে ভারতের সুবিধাই হবে৷ কারণ, সেক্ষেত্রে পাকিস্তানের রাডার নজরদারি চালাতে পারবে না৷

[আরও পড়ুন: লোকসভা ভোটে ভরাডুবি, দুঃখে খাবার মুখে তুলছেন না লালু]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য যতই হাস্যস্পদ হোক না কেন, সেনাপ্রধান বিপিন রাওয়াতকেও একই সারিতে বসিয়ে বিষয়টি লঘু করে দেখার চেষ্টা করুক বিরোধীরা, বিশেষজ্ঞদের একাংশ মোটেই তাতে কান দিতে নারাজ৷ তাঁরা বলছেন, মোদির কথায় যুক্তি না থাকলেও, রাওয়াত রীতিমত সমর প্রযুক্তি জেনেশুনেই রাডার সম্পর্কে মন্তব্য করেছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement