Advertisement
Advertisement
Jammu and Kashmir

রক্তাক্ত কাশ্মীর! ডোডায় তল্লাশি অভিযানে সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ সেনা আধিকারিক

চার জঙ্গির খোঁজে গিয়ে মৃত্যু হল ক্যাপ্টেন দীপক সিংয়ের।

Army Captain Deepak Singh Killed In Encounter In Jammu and Kashmir
Published by: Kishore Ghosh
  • Posted:August 14, 2024 1:55 pm
  • Updated:August 14, 2024 3:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু এক সেনা আধিকারিকের। সূত্র মারফত খবর পেয়ে বুধবার ডোডা জেলার আসসর এলাকায় চার জঙ্গির খোঁজে গিয়েছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সেই সময় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই ক্যাপ্টেন পদ মর্যাদার ওই সেনা আধিকারিকের। সেনা সূত্রে জানা গিয়েছে, এনকাউন্টারে আহত হয়েছেন একজন স্থানীয় নাগরিক।

বুধবার ডোডার জঙ্গল এলাকায় চার জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছিল যৌথ বাহিনী। খবর ছিল সন্ত্রাসবাদীরা শিবগড়-অসসর এলাকায় ঘাঁটি গেড়েছে। নিরাপত্তারক্ষী বাহিনী ওই এলাকা ঘিরে ফেলতেই আচমকা বুলেট বৃষ্টি শুরু হয়। পালটা জবাব দেয় সেনাও। তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ক্যাপ্টেন দীপক সিং নামের এক সেনা আধিকারিকের। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে আমেরিকায় তৈরি M4 অসল্ট রাইফেল। তিনটি রক্ত লাগা বড় ব্যাগ উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে টুকিটাকি জিনিস।

 

[আরও পড়ুন: ‘অপরাধীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে!’ আর জি কর কাণ্ডে বিস্ফোরক বিজেপি]

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা। তবে শুধু জম্মু ও কাশ্মীর নয়, স্বাধীনতা দিবসকে নজরে রেখে দেশের একাধিক জায়গায় আত্মঘাতী জঙ্গি হামলার ছক কষছে জঙ্গিরা। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে, ১৫ আগস্টকে নজরে রেখে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে জঙ্গিরা।

 

[আরও পড়ুন: চিকিৎসকদের আন্দোলনে শিকেয় হাসপাতালের পরিষেবা, চূড়ান্ত হয়রানি রোগীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement