Advertisement
Advertisement

Breaking News

ব্যাঙ্ক ডাকাতি কাশ্মীরে, লুঠ ১৩ লক্ষ টাকা

ডাকাতির ১৩লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকাই পুরনো নোট ছিল বলে জানাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা৷

Armed, masked men leave  bank with 11 lakhs old note
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 21, 2016 7:11 pm
  • Updated:November 21, 2016 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  মুখে কালো কাপড় বাঁধা৷ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ল ৪ জন৷ আচমকা বিস্ফোরণ৷ তারই মধ্যে ব্যাঙ্ক থেকে ১৩ লক্ষ টাকা পুরনো নোট নিয়ে চম্পট দিল তারা৷ সোমবার, এই ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে শ্রীনগর থেকে ১০০কিলোমিটার দূরে জম্মু-কাশ্মীরের মালপোরার একটি ব্যাঙ্কে৷ যদিও ডাকাতির ১৩লক্ষ টাকার মধ্যে ১১ লক্ষ টাকাই পুরনো নোট ছিল বলে জানাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা৷

সোমবারের এই ডাকাতির ঘটনায় কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে অনুমান পুলিশের৷ ব্যঙ্কে বসানো সিসিটিভি ক্যামেরা কাজ করছিল কিনা তা এখনও পরিস্কার নয়৷ তবে, ডাকাতির সময় জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে কেউ আহত হননি৷

Advertisement

সম্প্রতি দেশে দূর্নীতি রুখতে, দেশ থেকে কালো টাকার জোগান বন্ধ করতে ৫০০ ও ১০০০ টাকা পুরনো নোট বাতিল করেছেন নরেন্দ্র মোদি৷ তাঁর দাবি, দেশে ৫০০ ও ১০০০ টাকার জাল নোটে ছেয়ে যাচ্ছে৷ যার প্রধান কালপিট পাকিস্তান থেকে আসা জঙ্গিরা৷ তারাই সব থেকে বেশি ৫০০ ও ১০০০ টাকার জাল নোট ব্যবহার করে থাকে৷ তাই কালো টাকার কারবারীদের ও পাকিস্তান থেকে আসা জঙ্গিদের রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়| তখন থেকেই সারাদেশে সমস্ত ব্যাঙ্কে প্রায় ৮০ বিলিয়ান ডলারের পুরনো নোট জমা হয়েছে৷ তাবে দেশে এখনও পর্যাপ্ত পরিমানে নতুন নোট পাৌঁছয়নি৷ বেশিরভাগ এটিএমেও নতুন সফটওয়্যারও আপডেট হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement