Advertisement
Advertisement
Tejas

চিনের চিন্তা বাড়িয়ে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান কিনবে আর্জেন্টিনা!

রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী জর্জ তায়ানা।

Argentina interested in purchasing Indian made tejas fighter jets | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:July 17, 2023 3:09 pm
  • Updated:July 17, 2023 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের চিন্তা বাড়িয়ে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান কিনতে আগ্রহী আর্জেন্টিনা। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দ্বীপাক্ষিক বৈঠকে বসবেন আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী জর্জ তায়ানা। সেখানে ফাইটার জেট বিক্রি সংক্রান্ত আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

ক্ষমতায় এসেই প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে, আন্তর্জাতিক অস্ত্রের বাজারে ছাপ ফেলার প্রস্তুতিও শুরু করে দেন তিনি। ইতিমধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ও ব্রহ্মস মিসাইল কিনতে আগ্রহ দেখিয়েছে ফিলিপিন্স, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ। এই প্রেক্ষাপটে রাজনাথ সিং ও জর্জ তায়ানার দ্বীপাক্ষিক বৈঠকে সবার নজর রয়েছে। বিশেষ করে গোটা ঘটনাবলি দেখছে চিন।

Advertisement

২০২২ সালেই ভারতের তৈরি তেজস যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করে আর্জেন্টিনা। গত জুন মাসেই আর্জেন্টিনার বায়ুসেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জেভিয়ার আইজ্যাকের সঙ্গে এনিয়ে আলোচনা হয় লাতিন আমেরিকার দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়ার। ওই বৈঠকে তেজসের পাশাপাশি হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যালের তৈরি হেলিকপ্টার নিয়েও আগ্রহ প্রকাশ করেন আর্জেন্টিনার বায়ুসেনা প্রধান। 

[আরও পড়ুন: কলেজ চত্বরে প্রেমিকের সামনেই গণধর্ষণ দলিত নাবালিকাকে! গ্রেপ্তার তিন ছাত্র]

বিশ্লেষকদের মতে, উন্নয়নের নামে ঋণের পসরা সাজিয়ে বসেছে চিন (China)। ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের আওতায় পাকিস্তান, শ্রীলঙ্কা-সহ এশিয়ার দেশগুলিতে ‘ডেট ট্র্যাপ’ বা ঋণের জাল বিস্তার করেছে ‘ড্রাগন’। চিনের নজর পড়েছে নেপালেও। আর সেই ফাঁদে পা দিলে কী হয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে কলম্বো। এবার লাতিন আমেরিকার দিকে হাত বাড়াচ্ছে চিন। তাৎপর্যপূর্ণ ভাবে, চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে শামিল হয়েছে ইকুয়েডর ও আর্জেন্টিনা। চিনা ঋণ নিয়ে চাপে পড়েছে ভেনেজুয়েলাও। ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট জাইর বলসনারো বলেছিলেন, “চিন ব্রাজিল থেকে পণ্য কিনছে না, বরং ব্রাজিলকেই কিনে নিচ্ছে।” ফলে, জল যে মাথা ছাড়িয়েছে তা স্পষ্ট।

[আরও পড়ুন: মন্দির চত্বরে প্রেম প্রস্তাবের জের! কেদারনাথে নিষিদ্ধ মোবাইল ফোন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement