সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে মোদি সরকার ২.০। কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সংসদের বাদল অধিবেশনে একের পর এক বিল পাশ করছে মোদি সরকার। বিরোধীদের আপত্তি ধোপে ঠিকছে না। মঙ্গলবারও রাজ্যসভায় পাশ হয়ে গেল তাৎক্ষণিক তিন তালাক বিল। এরপরই কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নিজের টুইটার হ্যান্ডেলে ব্যঙ্গ করে লিখলেন, ‘আমরা কি পিৎজা ডেলিভারি করছি না বিল পাশ!’। নেটিজেনদের নজর এড়ায়নি এই টুইট।
বাদল অধিবেশনে যেভাবে তড়িঘড়ি করে বিল পাশ করাচ্ছে সরকার তাতেই শাসকদলকে একহাত নিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বস্তুত, লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও রাজ্যসভা তথা সংসদের উচ্চকক্ষে সংখ্যা কম শাসকদলের প্রতিনিধিদের। তাই সংসদের উচ্চকক্ষে যেভাবেই হোক বিলগুলি পাশ করানোর জন্য মরিয়া বিজেপি। অন্য দলের সাংসদদেরও দল ভাঙিয়ে নিয়ে আসছে বিজেপি। যাতে আগামিদিনে বিলগুলি পাশ করাতে বেশি পরিশ্রম না করতে হয়। মঙ্গলবার বিরোধীরা বিলটি সিলেক্ট কমিটি পাঠানোর জন্য সওয়াল করেন। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু সিলেক্ট কমিটিতে পাঠানো নিয়ে ভোটাভুটি করেন। সেইসময় বিরোধীদের বেশ কিছু সাংসদ হয় ওয়াক আউট করেন, আবার কেউ কেউ অনুপস্থিত ছিলেন। বিলটি সিলেক্ট কমিটিতে না পাঠানোর পক্ষে ভোট পড়ে ৯৯টি এবং পাঠানোর পক্ষে ৮৪টি। যথারীতি রাজ্যসভাতে পাশ হয়ে যায় বহুপ্রতীক্ষিত সেই তাৎক্ষণিক তিন তালাক বিল।
এ প্রসঙ্গে টুইট করে রাজ্যসভার তৃণমূল সাংসদ বলেছেন, ‘বিল খতিয়ে দেখে পর্যালোচনা করা হয় সংসদে। কিন্তু বিল পাশ করাতে গিয়ে এত তাড়াহুড়ো করা হচ্ছে। আমরা বিল পাশ করাচ্ছি নাকি পিৎজা ডেলিভারি করছি?’ টুইটের সঙ্গে একটি তথ্য উল্লেখ করে চার্ট প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ। ওই চার্টে তিনি উল্লেখ করেছেন, ২০০৪-২০০৯ সালে সংসদে মোট বিলের ৬০ শতাংশ পর্যালোচনা করা হয়েছিল। ২০০৯-২০১৪ সালে এই হার বেড়ে হয়েছিল ৭১ শতাংশ। ২০১৪-১৯ সালে এই হার কমে দাঁড়িয়েছে ২৬ শতাংশে। বর্তমানে লোকসভায় ১৮টি পাশ হওয়া বিলের মধ্যে মাত্র একটি পর্যালোচনা করা হয়েছে।
#Parliament is supposed to scrutinize Bills. This chart explains the bulldozing this Session. Are we delivering pizzas or passing legislation? #ConstructiveOpposition pic.twitter.com/DKPDygpoV5
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) July 31, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.