Advertisement
Advertisement

Breaking News

Himanta Sarma

‘ওরা আদৌ ভারতীয়?’ পহেলগাঁও আবহে গৌরব গগৈ স্ত্রী-পুত্রের পাকযোগ বিতর্ক উসকে দিলেন হিমন্ত

পাকিস্তানের এনজিও থেকে বেতন পান গৌরবের স্ত্রী!

Are they Indians, Himanta Sarma jabs Congress MP over wife, children's Pakistan links
Published by: Amit Kumar Das
  • Posted:April 27, 2025 3:37 pm
  • Updated:April 27, 2025 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফুঁসছে গোটা দেশ। সেই আবহেই এবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের পাকিস্তান যোগ নিয়ে প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, তিনি কি ১৫ দিন পাকিস্তানে ছিলেন? তাঁর স্ত্রী কি পাকিস্তানের এনজিও থেকে বেতন পান।

Advertisement

গগৈয়ের নাম না করেই রবিবার সোশাল মিডিয়ায় সাংসদের ও তাঁর স্ত্রী-পুত্রের পাক যোগ নিয়ে একাধিক প্রশ্ন তোলে হিমন্ত। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কংগ্রেসের মাননীয় সাংসদের কাছে প্রশ্ন: ১. আপনি কি টানা ১৫ দিন পাকিস্তানে ছিলেন? যদি তাই হয়, তবে কী কারণে এতদিন ওখানে ছিলেন তা স্পষ্টভাবে প্রকাশ্যে আনুন। ২. এটা কি সত্য যে আপনার স্ত্রী ভারতে থাকাকালীন এবং এখানে কাজ করার সময়ও পাকিস্তানের এনজিও থেকে বেতন পাচ্ছেন। যদি তাই হয়, তাহলে কেন পাকিস্তান-ভিত্তিক একটি সংস্থা ভারতে পরিচালিত কার্যক্রমের জন্য তাঁকে বেতন দিচ্ছে? ৩. সাংসদের স্ত্রী ও পুত্র কি ভারতের নাগরিক নাকি তাঁদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে?’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী যোগ করেছেন, ‘এই ইস্যুতে আরও নানা প্রশ্ন ক্রমশ সামনে আসবে।’

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে বিজেপির তরফে অভিযোগ লোকসভার সহকারী বিরোধী দলনেতা তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্নের যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে! এটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। বিজেপির অভিযোগ ছিল, গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্ন পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন। পাকিস্তানের প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। গৌরবের স্ত্রীর এখনও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলেও দাবি করেছে বিজেপি।

এ নিয়ে আগেও পোস্ট করেছেন হিমন্ত বিশ্বশর্মা। গৌরবের নাম না করে তাঁর বক্তব্য ছিল, এক তরুণ নেতার স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠছে। এটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। ওই নেতার উচিত এ নিয়ে সব তথ্য প্রকাশ করা। এবার পহেলগাঁওয়ে পাক সন্ত্রাসের ঘটনায় গোটা দেশ যখন উত্তাল সেই আবহে নাম না করে ফের গৌরব গগৈকে নিশানায় নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub