Advertisement
Advertisement

সহজেই ছিঁড়ছে ‘পাতলা’ ২০০০ টাকার নোট! গুজবে নয়া আতঙ্ক

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে প্রশাসনের তরফে আশ্বাস মিললেও, বাস্তবের ছবিটি যেন অন্য কথাই বলছে৷

Are Rs. 2000 Notes to Thin to Handle?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 4:22 pm
  • Updated:November 11, 2016 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন হাতে টাকা ছিল না৷ এবার টাকা পেয়েও স্বস্তি নেই৷ নতুন ২০০০ টাকার নোট এত পাতলা যে তা ছিঁড়ে যাচ্ছে বলেই অভিযোগ উঠছে৷ ফলত হাতে টাকা এলেও নয়া দুর্ভোগের আশঙ্কায় মানুষ৷

প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত যতটা চমকপ্রদ ছিল, ততটাই নজরকাড়া ছিল ২০০০ টাকার নোটের আত্মপ্রকাশ৷ গোড়া থেকেই এই নোট নিয়ে মানুষের কৌতূহল তুঙ্গে৷ এ নিয়ে উঠেছিল প্রশ্নও৷ যে কালো টাকা রুখতে এমন সিদ্ধান্ত, সেই কালো টাকা রাখার ক্ষেত্রেই ভবিষ্যতে অনেকটা সুবিধা করে দেবে ২০০০ টাকার নোট, এমনটাই মনে করছিলেন অনেকে৷ একসময় প্রচারিত হয়েছিল যে, এই নোটে থাকছে প্রযুক্তির রক্ষাকবচ৷ ফলে তা জাল করা মোটেও সহজ হবে না৷ কিন্তু সে দাবি নস্যাৎ করে আরবিআই৷ গতকাল থেকেই এটিএম গুলিতে এসে গিয়েছে এই নোট৷ নয়া নোট হাতে নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়াতে ছবিও দিচ্ছেন৷ কিন্তু বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে, এই নোট ভীষণই পাতলা৷ ওয়ালেটে নোট রাখার ফলে ইতিমধ্যে তা ছিঁড়ে গিয়েছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ৷ সোশ্যাল মিডিয়ায় ছেঁড়া নোটের ছবিও পোস্ট হচ্ছে৷ হোয়্যাটসঅ্যাপ গ্রুপে গ্রুপেও ছড়াচ্ছে সে ছবি৷ ফলে নয়া আতঙ্কে সাধারণ মানুষ৷ নোট বাতিল নিয়ে এমনিই নানা সংশয়ে আছেন সাধারণ মানুষ, তাতে নতুন মাত্রা যোগ করেছে এই গুজব৷ যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছিল, নতুন এই নোট এমন উপকরণে তৈরি যাতে নোটের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবথেকে কম৷ তারপরও এরকম ছেঁড়া নোটের ছবি কীভাবে ছড়াচ্ছে, তা নিয়ে ধন্দে অনেকেই৷

Advertisement

একে তো এটিএম থেকে সর্বোচ্চ ২০০০ টাকাই তোলা যাচ্ছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই তা এই নয়া নোট৷ কাজেই এই নোট বিকল হলে ভোগান্তির যে শেষ নেই তা বলাই বাহুল্য৷ এদিকে নতুন নোট আসার সঙ্গে সঙ্গে মারাত্মক খুচরো সমস্যায় পড়েছেন মানুষ৷ একে তো হাতে একশো বা পঞ্চাশ টাকার খুচরো নেই, তাতে দোকান-বাজারেও এই নোট নিতে এখনও নারাজ অনেকে৷ ফলে ২০০০ টাকা হাতে এলেও কাজ চালাতে হিমশিম খাচ্ছেন বহু মানুষ৷ বহু এটিএমে টাকা নেই বলেও হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে৷ এমনকী নবান্নের এটিএমেও টাকা না পেয়ে হতাশ রাজ্য সরকারী কর্মীরা৷ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে প্রশাসনের তরফে আশ্বাস মিললেও, বাস্তবের ছবিটি যেন অন্য কথাই বলছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement