Advertisement
Advertisement

Breaking News

অমিত শাহ’র হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব রহমান, শেয়ার করলেন ‘তামিল দেবী’র ছবি

একই ইস্যুতে সরব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

AR Rahman's Tweet Amid Amit Shah's Hindi Remark | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 10, 2022 11:01 am
  • Updated:April 10, 2022 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কাজে এবং যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজির পরিবর্তে হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভিন্ন রাজ্যের মানুষ পরস্পরের সঙ্গে হিন্দিতে যাতে কথা বলেন, তেমনই প্রস্তাব দিয়েছেন তিনি। তারপরেই তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বহু ভাষাভাষীর দেশে কার্যত হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্ব। এবার তাতে সুর মেলালেন অস্কারজয়ী জনপ্রিয় সুরকার এ আর রহমান (AR Rahaman)। এছাড়াও একই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) ও তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

এদিন তামিল তাঁদের অধিকার বলে দাবি করে রহমান ‘দেবী তামিল’ বা ‘‘থামিঝানাঙ্গু’-র একটি ছবি শেয়ার করেছেন। মনোনমানিয়াম সুন্দরম পিল্লাই রচিত এবং এম এস বিশ্বনাথনের সুরারোপিত তামিল থাই ভাজথু বা তামিল জাতীয় সংগীতের একটি শব্দ এটি। তিনি বিংশ শতাব্দীর আধুনিক তামিল কবি ভারতীদাসানের তামিল কবিতার বই ‘থামিলিয়াক্কাম’ থেকে একটি লাইন উদ্ধৃত করেন। যেখানে লেখা ছিল–‘প্রিয় তামিল আমাদের অস্তিত্বের মূল।’ নিজের টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটি পোস্ট করেন জনপ্রিয় সুরকার। উল্লেখ্য, ২০১৯-এ সমস্ত রাজ্যে ‘তিনটি ভাষা শিক্ষা আবশ্যক’ করার পরিকল্পনার সময়েও প্রতিবাদ জানিয়েছিলেন রহমান। যা সে সময় প্রবল সমর্থন পেয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: দেশে অনেকটা কমল করোনা সংক্রমণ ও মৃত্যু, আজ শুরু ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ অভিযান]

এদিকে কেন্দ্রের শাসক বিজেপি সরকার ধারাবাহিকভাবে দেশের বহুত্ববাদী চরিত্র ধ্বংস করার চেষ্টা করছে বলে সমালোচনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এর ফলে দেশের ঐক্য বিনষ্ট হবে বলেও তিনি মন্তব্য করেন। বারবার একই ভুল করে চলেছেন শাহ। কিন্তু তাঁর কৌশল সফল হবে না বলেও স্ট্যালিন সতর্ক করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, “অমিত শাহ কি মনে করেন, ‘হিন্দি রাজ্য’ থাকলেই যথেষ্ট? ‘ভারতীয় রাজ্য’ দরকার নেই? সবার জন্য এক ভাষা থাকলেই ঐক্য নিশ্চিত হয় না। সামঞ্জস্য থাকলেও ঐক্য আসে না। আপনি একই ভুলের পুনরাবৃত্তি করছেন। কিন্তু আপনি এতে সফল হবেন না।”

[আরও পড়ুন: আর কোনওদিন পাক প্রধানমন্ত্রীর কুরসিতে বসতে পারবেন ইমরান? কী ভবিষ্যৎ কাপ্তানের?]

বিজেপির ‘এক দেশ, এক ভাষা, এক ধর্মের’ নীতি যে কোনও মূল্যে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেসও। অহিন্দিভাষীদের উপর হিন্দি চাপিয়ে দেওয়া কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। হিন্দি দেশের রাষ্ট্রীয় ভাষা নয় বলে মন্তব্য করে তিনি বলেন, “এ দেশে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। এ দেশের মানুষ এমন পদক্ষেপ মেনে নেবে না। এমনকী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও বলেছিলেন, যতক্ষণ না নিজেরা মেনে নিচ্ছে, অহিন্দিভাষী রাজ্যগুলির উপর হিন্দি চাপিয়ে দেওয়া হবে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement