Advertisement
Advertisement
Election Commission of India

১৬ এপ্রিল লোকসভা নির্বাচন? কমিশনের ‘নোটে’ জল্পনা তুঙ্গে

সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনারের অফিসের একটি 'নোট' ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে সম্ভাব্য ভোটের তারিখ হিসেবে ১৬ এপ্রিলকে উল্লেখ করা হয়েছে। বিভ্রান্তি কাটাতে বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।

April 16 lok sabha vote: officers notes go viral | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 23, 2024 9:20 pm
  • Updated:January 24, 2024 12:34 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রামমন্দির উদ্বোধনকে লোকসভা ভোটের আগে বড় চাল হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে বিজেপিকে (BJP) ঠেকাতে সলতে পাকাচ্ছে ইন্ডিয়া জোট (India Alliance)। এই অবস্থায় লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনারের অফিসের একটি ‘নোট’ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে সম্ভাব্য ভোটের তারিখ হিসেবে ১৬ এপ্রিলকে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন উঠছে, ওই দিনেই কি ভোট হবে?

মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয় মুখ খুলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, লোকসভা ভোটের প্রস্তুতির জন্যই আপাতত ১৬ এপ্রিলকে সামনে রাখা হয়েছে। তবে দিনটি চূডান্ত নয়। বিভ্রান্তি কাটাতে এই বিষয়ে কমিশন টুইটও করেছে নেতাজির জন্মবার্ষিকীর দিন। উল্লেখ্য, লোকসভা ভোট নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের সিইও-র একটি চিঠি ভাইরাল হয়েছিল। যেখানে আধিকারিকদের উদ্দেশে লেখা হয়েছে, ‘অস্থায়ী হিসেবে ১৬ এপ্রিল ২০২৪ লোকসভা ভোটের জন্য নির্ধারণ করে এগোতে হবে।”

Advertisement

 

[আরও পড়ুন: কেষ্টতেই ভরসা! বীরভূমের বৈঠকে অনুব্রতর পদ্ধতিতেই লোকসভা নির্বাচনের নির্দেশ মমতার]

এই বিষয়ে প্রেস বিবৃতিতে কমিশন জানিয়েছে, প্রতিটি নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই কমিশনের অভ্যন্তরে প্রস্তুতি শুরু হয়ে যায়। সেক্ষেত্রে ভোটের প্রস্তুতির কাজের জন্যই সম্ভাব্য একটি অস্থায়ী তারিখ ধরে এগোনো হয়। এবারেও সেরকমই একটা তারিখ দেওয়া হয়েছিল। এর সঙ্গে মূল নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, ১৬ এপ্রিল কিংবা তার কাছাকাছি তারিখেই ভোট হবে।

 

[আরও পড়ুন: এবার থেকে আরও সকালে খুলবে আউটডোর, সরকারি হাসপাতালের নিয়মে বড় বদল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement