Advertisement
Advertisement

মহাষষ্ঠীতে ভারতে iPhone 7, iPhone 7 Plus

নয়া আইফোন ভারতে আসবে ৭ অক্টোবর৷

Apple iPhone 7, iPhone 7 Plus to launch in India on October 7
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 8, 2016 4:12 pm
  • Updated:September 8, 2016 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের জগতে বিপ্লব ঘটে গেল সান ফ্রান্সিসকোতে৷ বুধবার মধ্যরাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটল আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস-এর৷ মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যান্ডসেট দু’টির প্রি-অর্ডার শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে, বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর৷

বাঙালির সাধের দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন, অর্থাৎ ৭ অক্টোবর থেকে এ দেশে মিলবে অ্যাপলের নয়া প্রোডাক্ট দুটি৷ সংস্থা সূত্রে খবর, এ দেশে আইফোন ৭-এর দাম শুরু হবে ৬০ হাজার টাকা থেকে৷ ধরে নেওয়া যায়, ওই দামে ৩২ জিবি ইন্টারনাল মেমোরির আইফোন ৭-এর ব্ল্যাক মডেলটি মিলবে৷ সিলভার, গোল্ড, রোজ গোল্ড ও ব্ল্যাক কালার অপশন-সহ মিলবে নতুন স্মার্টফোন দু’টি৷ নতুন আইফোনে ৩.৫ এমএম হেডফোন জ্যাক নেই৷ তার বদলে অ্যাপল তার নিজস্ব এয়ারপডস নিয়ে এসেছে যার দাম শুরু হচ্ছে ১৫,৪০০ টাকা থেকে৷

Advertisement

আইফোন ৭ ও ৭ প্লাস মডেলের ডিসপ্লে যথাক্রমে ৪.৭ ও ৫.৫ ইঞ্চির৷ রেটিনা এইচডি ডিসপ্লে-র সঙ্গে রয়েছে থ্রিডি টাচ প্রযুক্তি৷ অ্যাপলের এ১০ ফিউশন প্রসেসর রয়েছে নয়া হ্যান্ডসেট দু’টিতে৷ তবে শুধু স্পেসিফিকেশন নয়, আইফোনের ইউএসপি অ্যাপল ‘ব্র্যান্ড নেম’-এর মৌতাতও৷ এদিন থেকেই আইফোন হাতে পাওয়ার অপেক্ষায় এদেশের অ্যাপলপ্রেমীদের প্রহর গোনা শুরু হয়ে গেল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement