Advertisement
Advertisement

Breaking News

ভারতে আইফোন উৎপাদনের জল্পনা উস্কে দিলেন কুক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন অ্যাপল ইনকর্পোরেটেডের প্রধান কর্তা টিম কুক৷

Apple CEO Tim Cook, PM Narendra Modi discuss 'Make in India' plans
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 7:59 pm
  • Updated:May 21, 2016 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন অ্যাপল ইনকর্পোরেটেডের প্রধান কর্তা টিম কুক৷ প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে শনিবার এ দেশে অ্যাপল আইফোন উৎপাদন করার বিষয়ে উৎসাহ দেখান তিনি৷ প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে সামিল হওয়ার আগ্রহ দেখিয়েছেন অ্যাপল কর্তা৷

প্রথমবার ভারত সফরে এসে অ্যাপল সিইও নরেন্দ্র মোদিকে ডেটা এনক্রিপশন ও সাইবার নিরাপত্তায় আরও গুরুত্ব দিতে অনুরোধ করেছেন৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবিষ্যতে এ দেশে অ্যাপল ইনকর্পোরেটেডের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে সদর্থক আলোচনা হয়েছে৷ বিবৃতিতে আরও জানানো হয়েছে, “ভবিষ্যতে এ দেশেই আইফোনের উৎপাদন ও রিটেলিংয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের মধ্যে৷ এ দেশে যুব সম্প্রদায়ের মধ্যে প্রতিভার অভাব নেই বলেও মনে করেন কুক৷ এ দেশের মানবসম্পদ অ্যাপল ব্যবহার করতে চায়৷”

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা অ্যাপল, যাদের আইফোন ও ম্যাকবুক গোটা বিশ্বে স্টাইল আইকন হিসাবে গণ্য হয়, তারা চাইছে বেঙ্গালুরুতে একটি অ্যাপ ডেভেলপমেন্ট সেন্টার ও হায়দরাবাদে একটি ম্যাপ সেন্টার খুলতে৷ আজ মোদির সঙ্গে বৈঠকেও এ দেশে ডেভেলপারদের প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন কুক৷ মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির ও কানপুরে ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা মোদির সঙ্গে ভাগ করে নিয়েছেন কুক৷ বৈঠকের পর মোদি টুইট করে কুককে ধন্যবাদ জানিয়েছেন৷ পাল্টা ধন্যবাদ জ্ঞাপন করেছেন কুকও৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement