Advertisement
Advertisement

আইসিইউ-তে রোগিণীকে ধর্ষণের অভিযোগে ধৃত চিকিৎসক

যুবতীর স্বাস্থ্যপরীক্ষার পর জানা গিয়েছে, তাঁকে ধর্ষণ করা হয়েছে৷

Apollo Doctor arrested for allegedly raping Dengue Patient
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 9, 2016 12:57 pm
  • Updated:September 9, 2016 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাম করা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২১ বছরের যুবতী৷ কিন্তু সেখানে যে ডেঙ্গুর চেয়েও ভয়ংকর কিছু তাঁর জন্য অপেক্ষা করে ছিল, তা টেরও পাননি তিনি৷ হাসপাতালের আইসিইউ-তে পরপর দু’দিন ধর্ষণের শিকার হলেন তিনি৷ রোগিণীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসক ও এক হাসপাতাল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷

গত শনিবার গুজরাতের গান্ধীনগরের এক দামি বেসরকারি হাসপাতালে নিজেকে সুস্থ করে তুলতে ভর্তি হয়েছিলেন ওই যুবতী৷ কিন্তু সেখানেই নিরাপত্তাহীনতার শিকার হলেন তিনি৷ হাসপাতালের আইসিইউ-তে কোনও বহিরাগতকে ঢুকতে দেওয়া হয় না৷ ফলে নিজের চাহিদা পূরণের জন্য ওই স্থানকেই বেছে নেয় ২৪ বছরের ডক্টর রমেশ চৌহান৷ নির্যাতিতার অভিযোগ, রবিবার রমেশ চৌহানের নাইট ডিউটি ছিল৷ ধর্ষণের আগে ওই চিকিৎসক যুবতীকে মাদক জাতীয় কিছু খাইয়ে দেয়৷ যার ফলে যুবতী আরও দুর্বল হয়ে পড়েন৷ আইসিইউ-তে আত্মরক্ষার চেষ্টাও করতে পারেননি তিনি৷ গোটা ঘটনায় চিকিৎসকের সঙ্গে ছিল এক হাসপাতাল কর্মীও৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, যুবতীর স্বাস্থ্যপরীক্ষার পর জানা গিয়েছে, তাঁকে ধর্ষণ করা হয়েছে৷ অতিরিক্ত মাত্রায় শরীরে মাদক প্রবেশ করায় প্রথমে কিছুই জানাতে পারেননি তিনি৷ বৃহস্পতিবার পরিবারের এক সদস্যকে চিঠি লিখে গোটা ঘটনা জানান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement