সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোকলাম সীমান্তে (Doklam Standoff) ভারতীয় সেনা যখন চিন সেনার সঙ্গে লড়ছে, তখন রাহুল গান্ধী কি চিনা আধিকারিকদের সঙ্গে ছিলেন? তাওয়াংয়ে সংঘাতের (Tawang Clash) আবহে প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাওয়াংয়ে ভারতীয় সেনার সঙ্গে লালফৌজের সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে রয়েছে জাতীয় রাজনীতি। এহেন পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করলেন অনুরাগ (Anurag Thakur)। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাহুল গান্ধী (Rahul Gandhi) অভিযোগ করেছিলেন, চিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর ভারত সেখানে ঘুমচ্ছে।
ভারত জোড়ো যাত্রার মধ্যে রাহুল গান্ধী বলেন, “যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে চিন (China)। কিন্তু আমাদের দেশের সরকার সেকথা মানতে নারাজ। দেশের ভূখন্ড গ্রাস করে নিচ্ছে চিন। জওয়ানদের মারছে। পরিষ্কার বোঝা যাচ্ছে, প্রচণ্ড আগ্রাসী হয়ে এগোতে চাইছে চিন। কিন্তু সেই কথা বুঝেও চুপ করে রয়েছে ভারত। সত্যি থেকে পালাতে চাইছে।” কংগ্রেস সাংসদের এই অভিযোগের পালটা দিয়েই রাহুলী সঙ্গে চিনের ‘সুসম্পর্কের’ বিষয়টি প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুরাগ বলেন, “তাওয়াং নিয়ে প্রশ্ন তোলার আগে রাহুল গান্ধীকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। ২০১৭ সালে ডোকলামের ঘটনার সময়ে তিনি কোথায় ছিলেন? সেই সময়ও কি আমাদের দেশের সেনার বিরুদ্ধে তাঁর প্রশ্ন ছিল? রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য কি চিন থেকে অনুদান নেওয়া হয়?” অনুরাগ আরও বলেন, ডোকলামের ঘটনার সময়ে চিনা আধিকারিকদের সঙ্গে বসে সুপ খাচ্ছিলেন রাহুল।
প্রসঙ্গত, অরুণাচলের (Arunachal) ইয়াংৎসে ‘সম্পূর্ণ নিরাপদ’ বলে দাবি করে একটি ছবি পোস্ট করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। সেখানে তাঁকে সেনার মাঝে দেখা গিয়েছিল। আর এই টুইট ঘিরেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বিরোধী কংগ্রেসের দাবি, সেনা জওয়ানদের সঙ্গে দাঁড়িয়ে থাকা নিজের যে ছবি কেন্দ্রীয় আইনমন্ত্রী টুইটারে পোস্ট করেছেন তা অন্তত তিন বছরের পুরনো। তারপরেই বিরোধী শিবিরের দিকে পালটা আঘাত হানেন অনুরাগ ঠাকুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.