সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি বা দু’টি নয়, দেশের ৮০৮টি এফএম রেডিও স্টেশন উঠবে নিলামে। ই-নিলাম হবে সেগুলির। রবিবার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। রেডিও স্টেশনের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
অনুরাগ জানান, দেশের ২৬টি রাজ্য এবং পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত ১১৩টি শহরে ৩৮৮ এফএম রেডিও স্টেশন রয়েছে। শীঘ্রই ২৮৪টি শহরে ৮০৮টি এফএম রেডিও স্টেশনের ই-নিলাম হবে। নিয়ম-নীতি শিথিল করে রেডিও স্টেশন, বিশেষ করে কমিউনিটি রেডিও চ্যানেল চালানো এবং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলেও জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের কারণ হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের প্রত্যন্ত এলাকাগুলিকেও রেডিও সংযোগের মাধ্যমে জুড়তে চাইছে কেন্দ্রীয় সরকার। তাই দুর্গম এলাকাতেও রেডিও টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে। চলতি বছরের শুরুতেই ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভলপমেন্ট স্কিম প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্র।
রেডিও সংযোগের পরিধি বাড়ানোর পাশাপাশি, গ্রাম্য, উপজাতি মানুষ, যাঁরা মাওবাদী অধ্যুষিত এলাকায় থাকেন, এমন ৮ লক্ষ গ্রাহককে বিনামূল্যে ডিডি সেটটপ বক্স বিতরণের লক্ষ্যও নিয়েছে কেন্দ্র। এ বছরের গোড়ার দিকেই রেডিও স্টেশন নিলামের বিষয়টি সামনে আসে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানান, আগামী চার বছরের জন্য ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ২৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে সীমান্তবর্তী এলাকাতেও বর্ধিত করা হবে রেডিও সংযোগের পরিধি। কেন্দ্রের দাবি, এতে প্রসার ভারতীর পরিকাঠামোর উন্নতি হবে, প্রসার বাড়বে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের।
কিন্তু, সম্প্রতি রেডিও সংযোগ নিয়ে একাধিক সিদ্ধান্ত নিতে দেখা যায় কেন্দ্রকে। সরকারি এফএম চ্যানেল রেনবোকে মিলিয়ে দেওয়া হয় গীতাঞ্জলির সঙ্গে। ফলে এফএম রেনবোর অস্তিত্ব উঠে গিয়েছে। শতাধিক মানুষ এর ফলে চাকরি হারান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.