Advertisement
Advertisement

Breaking News

প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের কন্যা অনুরাধা

হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ।

Anuradha, Daughter of Somnath Chatterjee passes away in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2017 11:37 am
  • Updated:December 11, 2017 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রাক্তন লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের ছোট মেয়ে অনুরাধা ভট্টাচার্য।

[তাড়িয়ে দিয়েছে সন্তানরা, স্থানীয় যুবকদের হাত ধরেই বাঁচার পথ পেলেন বৃদ্ধ]

সোমবার বিকেলে দিল্লির ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলেই জানান প্রাক্তন স্পিকার। গত চার-পাঁচ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। রবিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন। এর আগেও চিকিৎসার জন্য এখানে ভরতি করা হয়েছিল তাঁকে।

Advertisement

উল্লেখ্য, দিন কয়েক আগেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে এই বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছিল। গত ৩০ নভেম্বর জীবিত থাকা অবস্থাতেই সদ্যোজাতকে মৃত ঘোষণা করার অভিযোগ উঠে ওই হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। তারপরই হাসপাতাল ও ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। সেই হাসপাতালেই প্রাণ হারালেন অনুরাধা।

[মায়ের ব্যাটন হাতে নিয়ে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী]

মেয়েকে হারিয়ে শোকাহত বাবা সোমনাথ চট্টোপাধ্যায়। টেলিফোনে তাঁকে ধরা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলছেন, এতবড় শোক যেন সহ্য করতে পারছি না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub