Advertisement
Advertisement
Anubrata Mandal

গরু পাচার মামলা: দিল্লি হাই কোর্টে ধাক্কা অনুব্রতর, ইডির মামলা চলবে নিম্ন আদালতেই

রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলার পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি।

Anubrata Mandal's case will be continued on Rouse Avenue Court, says Delhi HC | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:December 15, 2022 8:37 pm
  • Updated:December 15, 2022 8:43 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: গরু পাচার মামলার তদন্তে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিল্লিতে নিয়ে গিয়ে ইডি জেরা করবে কি না, সেই সংক্রান্ত মামলা চলবে নিম্ন আদালতেই অর্থাৎ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। বৃহস্পতিবার এই মামলায় এমনই জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। মামলার পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি।

জেরার স্বার্থে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হবে কি না, সেই মামলার শুনানি বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেল চার সপ্তাহ। ছুটির পর আদালত খুললে ২৩ জানুয়ারি হবে শুনানি। বৃহস্পতিবার এমনই জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। তবে এই মামলার শুনানি রাউজ অ্যাভিনিউ কোর্টেই (Rouse Avenue Court) হবে বলে জানান বিচারপতি।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রিন্সিপালের সঙ্গে কথা বলব’, মেডিক্যালের জট খোলার ইঙ্গিত স্বাস্থ্যসচিবের

এদিন মামলার শুনানি চলাকালীন  রাউজ অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী-সাংসদ কপিল সিব্বল। তিনি সওয়াল করেন, তাঁর মক্কেলের মামলা পশ্চিমবঙ্গে (West Bengal)। সেই রাজ্য থেকেই তাঁকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। তাহলে কেন দিল্লিতে নিয়ে আসতে হবে বলে প্রশ্ন তোলেন সিব্বল?  দিল্লি  নিয়ে আসা সংক্রান্ত মামলার পাশাপাশি রাউজ অ্য়াভিনিউ কোর্টের এক্তিয়ার সংক্রান্ত বিষয় নিয়েও শুনানি করবেন এই আদালতের বিশেষ বিচারক। এদিন নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। রাউজ অ্যাভিনিউ কোর্টে শুনানি হলেও কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা যাতে না নেওয়া হয়, সেই আবেদনও জানান কপিল সিব্বল।  

[আরও পড়ুন: তাওয়াং হামলার পরে বাড়ছে তৎপরতা, সীমান্ত এলাকা থেকে পর্যটকদের সরাচ্ছে সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement