Advertisement
Advertisement
Anubrata Mandal

‘বাইরে চিকিৎসা করাতে হবে’, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন অনুব্রতর

দীর্ঘদিন ধরেই অসুস্থ অনুব্রত।

Anubrata Mandal seeks bail in cattle smuggling case for treatment | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:May 18, 2023 1:14 pm
  • Updated:May 18, 2023 1:14 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: গরু পাচার মামলায় ফের জামিনের আবেদন করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলমুক্তির আবেদন অনুব্রতর। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের সিবিআইয়ের বিশেষ বেঞ্চে আগামী ২৩মে ওই মামলার শুনানি।

অনুব্রতর ঘনিষ্ঠ সূত্রের দাবি, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর হৃদযন্ত্রে ৭২-৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। লিভারের সমস্যাও রয়েছে। নিয়মিত ওষুধ খাচ্ছেন। এছাড়াও একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত তিনি। তাঁর বাইরে চিকিৎসার প্রয়োজন। জেল হাসপাতালের চিকিৎসকদের উপর যে আস্থা নেই, সেটা আগেই জানিয়েছিলেন তিনি। এবার জামিনের আরজি জানালেন অনুব্রত।

Advertisement

[আরও পড়ুন: কলেজিয়াম বিতর্কের জের! কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেন রিজিজুকে]

অনুব্রতর অসুস্থতা দীর্ঘদিনের। এর আগে আদালতে বারবার অসুস্থতার কথা উল্লেখ করেছেন তৃণমূল নেতা। সম্প্রতি এইমস (AIIMS), সফদরজং, জে বি পন্থ হাসপাতালে শারীরিক পরীক্ষা হয় তাঁর। যদিও কোনও হাসপাতালই তাঁর চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেনি। এখন দেখার আগামী ২৩ মে রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা জামিন পান কিনা।

[আরও পড়ুন: নীতীশের দলের মাংসভাত পার্টির পরেই মুঙ্গেরে গায়েব পথকুকুর, গেরুয়া নেতার অভিযোগে শোরগোল]

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। গ্রেপ্তারির পরই আধিকারিকরা পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে নামে ইডি। সেই অনুযায়ী তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর বর্তমানে অনুব্রতর ঠিকানা তিহাড় জেল। প্রায় মাস দু’য়েক সেখানেই রয়েছেন। আগামী ১২ জুলাই পর্যন্ত তাঁর ঠিকানা তিহাড় জেলই। তার আগেই ফের জামিনের আবেদন করলেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement