সুব্রত বিশ্বাস: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়াগামী অন্ত্যোদয় এক্সপ্রেস। প্রহরারত লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে লাইনে উঠে পড়ল জেসিবি ব্যাকহো লোডার মেশিন। সেই সময়ে দুরন্তগতিতে যাচ্ছিল হাওড়াগামী অন্ত্যোদয় এক্সপ্রেস। মেশিনের সামনের লোডার অংশ উঁচু থাকায় তা লাইনের পাশের পিলার ভেঙে ওভারহেড তার ছিঁড়ে চলন্ত ট্রেনে আছড়ে পড়ে। ভয়াবহ সংঘর্ষে ট্রেনটির ক্ষতি হলেও যাত্রীদের কোনওরকম ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইস্টকোস্ট রেল। সংঘর্ষের পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তারা রেলের এই অব্যবস্থার দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল। গেটম্যান যশোবন্ত সোয়াইনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে খুড়দা রোডের ডিআরএম। পিলার ভেঙে তার ছিঁড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ বাদে একটি ডিজেল ইঞ্জিন দিয়ে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটিকে হাওড়ায় নিয়ে যাওয়া হয়।
ইস্টকোস্ট রেল জানিয়েছে, বুধবার বেলা সওয়া দশটা নাগাদ নিউগড় মধুপুর ছেড়ে আসার সময় হরিদাসপুরের আগের একটি লেভেল ক্রসিং এই দুর্ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে মাঝের লাইন দিয়ে ট্রেন চালানো হয়। লেভেল ক্রসিংটিতে প্রহরা থাকায় গেটম্যানের গাফিলতি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। ঘটনার পরই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ট্রেনটিতে সরাসরি মেশিনের ধাক্কা লাগলেও যাত্রীরা কপালজোরে বেঁচে যান। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে হাওড়া আনা হয়। রেলমন্ত্রী ডিজেল ইঞ্জিন তুলে দেওয়ার পক্ষে থাকলেও প্রধানমন্ত্রী এই কারণেই ডিজেল ইঞ্জিন বাতিলের পক্ষে সায় দেননি। ফলে ডিজেল থেকে যাওয়ায় বিদ্যুৎবিহীন অবস্থায় ট্রেন চালানো সম্ভব হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.