Advertisement
Advertisement
Puri ratna bhandar

পুরীর রত্নভাণ্ডারে অমূল্য রতন! মিলল বহুমূল্য প্রাচীন মূর্তি

সদ্যই খোলা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। এবার সেখান থেকে মিলল বহুমূল্য প্রাচীন মূর্তি। জানা গিয়েছে, মূল্যবান ধাতু দিয়ে গড়া বেশ কয়েকটি মূর্তি পাওয়া গিয়েছে রত্নভাণ্ডার থেকে। ইতিমধ্যেই প্রদীপ জ্বালিয়ে মূর্তিগুলোর পুজো শুরু হয়েছে বলে খবর। 

Antique idols found from Puri ratna bhandar
Published by: Anwesha Adhikary
  • Posted:July 17, 2024 6:36 pm
  • Updated:July 17, 2024 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই খোলা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। এবার সেখান থেকে মিলল বহুমূল্য প্রাচীন মূর্তি। জানা গিয়েছে, মূল্যবান ধাতু দিয়ে গড়া বেশ কয়েকটি মূর্তি পাওয়া গিয়েছে রত্নভাণ্ডার থেকে। ইতিমধ্যেই প্রদীপ জ্বালিয়ে মূর্তিগুলোর পুজো শুরু হয়েছে বলে খবর। উল্লেখ্য, রত্নভাণ্ডার খোলার পরে সেখান থেকে পাওয়া জিনিসের একটি তালিকা আগেই প্রকাশ করা হয়েছিল। সেখানে অবশ্য এই মূর্তিগুলোর উল্লেখ ছিল না। 

[আরও পড়ুন: কেদারনাথ মন্দিরের সোনা চুরি! শঙ্করাচার্যের কাছে প্রমাণ চাইল কর্তৃপক্ষ

দীর্ঘ ৪৬ বছর পরে খোলা হয়েছে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডার। সেখানে ঢুকেছিলেন ১১ সদস্যের কমিটি। ওই কমিটির সভাপতি ওড়িশা হাই কোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ। তবে রত্নভাণ্ডারে কী রয়েছে, এই বিষয়ে এখনও পর্যন্ত বিশেষজ্ঞ কমিটির তরফে সরকারি ঘোষণা না হলেও নানা সূত্রে সোনা-হিরে-মণি-মুক্তের অলঙ্কারের হিসেব মিলছে। ১৮০ রকমের বহুমূল্য গয়না রয়েছে ভাণ্ডারে। এর মধ্যে ৭৪ রকমের ভারী সোনার গয়না। কোনও কোনও গয়নার ওজন ১০০ তোলা অর্থাৎ দেড় কোজি অবধি।

Advertisement

এই প্রথমবার রত্নভাণ্ডারে (Puri Ratna Bhandar) পাওয়া সামগ্রী নিয়ে সরকারিভাবে মুখ খুললেন কমিটির সভাপতি। তিনি জানান, “পাঁচ থেকে সাতটি মূর্তি পাওয়া গিয়েছে রত্নভাণ্ডার থেকে। তবে দীর্ঘদিন পড়ে থাকার দরুণ মূর্তিগুলো কালো হয়ে গিয়েছে। আমরা ছুঁয়ে দেখিনি কোনও মূর্তি। সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালিয়ে মূর্তিগুলোর পুজো করেছি। বৃহস্পতিবার ওই মূর্তিগুলো নিয়ে যাওয়া হবে স্ট্রংরুমে। তার পরে জানা যাবে, মূর্তিগুলো কত পুরনো অথবা কী ধাতু দিয়ে তৈরি হয়েছে।” পুরীর সেবায়েতদের মতে, ভাণ্ডার মেকাপরা বহুদিন আগে ওই মূর্তিগুলো পুজো করতেন।

[আরও পড়ুন: বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের সংরক্ষণ! কর্নাটক সরকারের সিদ্ধান্তে ক্ষোভ তথ্যপ্রযুক্তি মহলে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement