Advertisement
Advertisement

Breaking News

‘এবার দিল্লিতেও চাই অ্যান্টি রোমিও স্কোয়াড’, দাবি মনোজ তিওয়ারির

নারী সুরক্ষায় এবার যোগীর রাজ্যকে অনুসরণের দাবি তুললেন দিল্লি বিজেপির সভাপতি৷

Anti-Romeo squads should be started in Delhi: BJP MP Manoj Tiwari
Published by: Tanujit Das
  • Posted:June 29, 2019 7:25 pm
  • Updated:June 29, 2019 7:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীর রাজ্যে আতঙ্কের সৃষ্টি করেছে যে অ্যান্টি রোমিও স্কোয়াড, এবার সেই বাহিনী দিল্লিতে চালু করার দাবিতে সরব হলেন উত্তর-পূর্ব দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি৷ জানালেন, উত্তরপ্রদেশের ন্যায় দিল্লিতেও মহিলাদের সুরক্ষার্থে ভাল কাজ করবে এই স্কোয়াড৷

[ আরও পড়ুন: ছাদ চুইয়ে পড়ছে জল, বছর না ঘুরতেই বেহাল দশা ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র ]

Advertisement

দলের রাজ্য কমিটির বৈঠকে দিল্লি হঠাৎই এই অ্যান্টি রোমিও স্কোয়াডের প্রশংসায় মুখ খোলেন দিল্লি বিজেপির সভাপতি৷ জানান, ফের যোগীর রাজ্যে চালু হতে চলেছে অ্যান্টি রোমিও স্কোয়াড৷ উত্তরপ্রদেশে মতো এবার দিল্লিতেও চালু করা উচিত এই অ্যান্টি রোমিও স্কোয়াড৷ রাজধানীতে নারী সুরক্ষায় ভাল কাজ করবে এই স্কোয়াড৷ একের পর এক ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় কার্যত নাজেহাল অবস্থা উত্তরপ্রদেশের যোগী সরকারের৷ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে জমতে শুরু করেছে ক্ষোভ৷ সমালোচনায় সরব হয়েছে ওয়াকিবহাল মহলের একাংশ৷ এমতো পরিস্থিতিতে, স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী৷ সূত্রের খবর, নারী নির্যাতন রুখতে বৈঠকে পুনরায় উত্তরপ্রদেশে অ্যান্টি রোমিও স্কোয়াড ফেরানোর কথা বলেছেন যোগী আদিত্যনাথ৷

[ আরও পড়ুন: ‘সারমেয়কে পালটা কামড়ান’, কুকুরে কামড়ানো রোগীকে পরামর্শ চিকিৎসকের ]

কী এই অ্যান্টি রোমিও স্কোয়াড? ২০১৭-তে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর, রাজ্যে নারী সুরক্ষায় বড় পদক্ষেপ নেয় সরকার৷ পুলিশের সহায়তায় তখনই রাজ্যে তৈরি হয় অ্যান্টি রোমিও স্কোয়াড৷ যাদের মূল কাজ ছিল ইভটিজারদের পাকড়াও করা৷ অভিযোগ, নারী নিরাপত্তার নামে রাজ্যের মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এই স্কোয়াড৷ ধরপাকড়ের পাশাপাশি, সাধারণ মানুষের উপর অত্যাচার চালানোরও অভিযোগ উঠেছে এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে৷ যা নিয়েও বিতর্ক তৈরি হয়৷ যার ফলে এই অ্যান্টি রোমিও স্কোয়াড বন্ধ করতে বাধ্য হয় যোগী সরকার৷ কিন্তু আবারও এই স্কোয়াড ফেরানোর ভাবনা-চিন্তা শুরু করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement