Advertisement
Advertisement

ফের ওলার বিলের ধাক্কায় জেরবার যাত্রী

মুম্বই থেকে পুনে রাউন্ড ট্রিপে যাত্রীকে ৮৩,৩৯৫ টাকা বিল ধরালো সংস্থা৷

Another Ola Passenger Gets Rs 83,000 Bill for Mumbai-Pune trip
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 5:47 pm
  • Updated:September 7, 2016 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ওলার পাহাড় প্রমাণ বিলের শিকার সাধারণ যাত্রী৷ এবারে বিল-বিভ্রাটের জেরে নাজেহাল হতে হল মুম্বইয়ের ব্যবসায়ী কমল ভাটিয়াকে৷ ওলায় চেপে মুম্বই থেকে পুনে রাউন্ড ট্রিপে গিয়েছিলেন কমল৷ ট্রিপ শেষে হাতে বিল পেলেন ৮৩ হাজার ৩৯৫ টাকা৷

মুম্বইয়ের ঘাটকোপারে থাকেন কমল৷ রবিবার ওলা বুক করে পুনে গিয়েছিলেন এক বিয়েবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে৷ ফিরে হাতে বিল পেয়েই চমকে ওঠেন তিনি৷ ৮৩,৩৯৫ টাকার এই বিল তাঁকে চার্জ করা হয় ৫০০ কিলোমিটার বেগে ১৪ ঘণ্টায় ৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করার জন্য৷ যা বাস্তবে প্রায় অসম্ভব৷

Advertisement

অভিযোগ, এই বিষয়ে ওলা চালককে জানানো হলে কমলের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি৷ বাধ্য হয়ে কল সেন্টারে ফোন করেন মুম্বইয়ের ব্যবসায়ী৷ সেখানেও প্রায় আধঘণ্টা ধরে কথা কাটাকাটি হয়৷ শেষে ওলার তরফে ভুল স্বীকার করা হয় এবং তাঁকে একটি নতুন বিল দেওয়া হয়৷ নতুন বিল অনুযায়ী ৩৪৭ কিলোমিটার পথ যাওয়ার জন্য কমলকে ৪,০৮৮ টাকা দিতে হয়৷ ওলা চালককে ১০০ টাকা বকশিসও দেন তিনি৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ৪৫০ কিলোমিটার রাস্তার জন্য ৯,১৫,৮৮৭ টাকা বিল দেওয়া হয়েছিল হায়দরাবাদের বাসিন্দা রথিশ শেখরকে৷ ওলা চালক সুনীলই তখন ওলা সাপোর্ট স্টাফকে ফোন করেছিলেন৷ বেসরকারি গাড়ি সংস্থাটি নতুন বিল পাঠায়৷ রথিশবাবুর আসল বিল হয়েছিল ৪,৮১২ টাকা৷ গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয় সংস্থা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement