Advertisement
Advertisement

এই নগ্ন সাধুও বক্তৃতা দিয়েছিলেন বিধানসভায়!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন হয়ে বিধানসভায় বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে দিগম্বর জৈন সাধু তরুণ সাগরই পথীকৃত নন৷ খোঁজ মিলল এরকম আরও এক দিগম্বর সাধুর৷ আচার্য বিদ্যাসাগর নামে এই সাধুও বিধানসভায় নগ্ন হয়ে বক্তৃতা দিয়েছিলেন৷আরও পড়ুন:ইতিহাসে প্রথমবার ডলারের মূল্য ছাড়াল ৮৫ টাকা, রক্তাক্ত শেয়ার বাজারওআম্বেদকর ইস্যুতে সংসদে ধস্তাধস্তি, রাহুলের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ, রক্ত ঝরল বিজেপি সাংসদের […]

Another Nude jain Monk who Addressed A State Legislative Assembly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 2:32 pm
  • Updated:August 30, 2016 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন হয়ে বিধানসভায় বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে দিগম্বর জৈন সাধু তরুণ সাগরই পথীকৃত নন৷ খোঁজ মিলল এরকম আরও এক দিগম্বর সাধুর৷ আচার্য বিদ্যাসাগর নামে এই সাধুও বিধানসভায় নগ্ন হয়ে বক্তৃতা দিয়েছিলেন৷

হরিয়ানা বিধানসভায় যখন দিগম্বর জৈন সাধুর বক্তৃতা নিয়ে সরগরম নেটদুনিয়া, তখনই খোঁজ মিলল এই সাধুর৷ জানা যাচ্ছে, তরুণ সাগরের বক্তৃতা দেওয়ার অন্তত মাসখানেক আগে মধ্যপ্রদেশ বিধানসভায় এই ঢঙেই বক্তৃতা দিয়েছিলেন তিনি৷ সেবার বিধানসভার স্পিকার ও অন্যান্য নেতা মন্ত্রীরা নিজে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর শিষ্যরাও৷ প্রায় ৪০ মিনিট বক্তৃতা দিয়েছিলেন তিনি৷ তুলে ধরেছিলেন শাসক-বিরোধী সমণ্বয়ের কথা৷ সাধারণ মানুষের ভালর জন্য কাজ করতে উৎসাহিত করেছিলেন৷

Advertisement

AcharyaVidyasagarAssemblyvisitজৈন ধর্মের প্রথা অনুযায়ী সেদিন বিধানসভায় নগ্ন হয়েই গিয়েছিলেন এই সাধু৷ কেননা শ্বেতাম্বররাই একমাত্র সাদা কাপড় পরেন৷ দিগম্বরদের পরিধেয় বলে কিছু থাকে না৷ সেবার অবশ্য কোনও বিতর্ক তৈরি হয়নি৷ মন্ত্রী, বিধায়করা মন দিয়ে শুনেছিলেন তাঁর কথা৷ অনেকে আবার তাঁর আশীর্বাদও চেয়ে নিয়েছিলেন৷ কেউ কেউ আবার মনে করেছিলেন সাধুর আগমনে, বিধানসভা ভবনের বাস্তুদোষও খণ্ডন হয়েছে৷

সম্প্রতি দিগম্বর তরুণ সাগরের বক্তৃতা নিয়ে যেরকম বিতর্ক তৈরি হয়েছে তা হওয়া উচিত ছিল না বলেই মনে করছেন অনেকে৷ সুরকার বিশাল দাদলানির মশকরা, পরে দিল্লির মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ক্ষমা চাওয়া, বিশালের রাজনীতি ছেড়ে দেওয়া ইত্যাদি নিয়ে ঘোরাল হয়েছে প্রসঙ্গ৷ কিন্তু সাধু নিজে তাতে কিছু মনে করেননি ও ক্ষমা করা প্রসঙ্গ নেই বলেই জানিয়েছেন৷ তবে নেটদুনিয়া ওই ঘটনায় যেরকম প্রতিক্রিয়া জানিয়েছে তা কিছুটা বেমানান ঠেকেছে অনেকের কাছেই৷ আর তাই উঠে এল আর এক সাধুর কথা, যিনি এর আগেও এরকম কাজের নুমনা দেখিয়েছেন৷ ধর্মের প্রথা মেনেই যে এঁরা দিগম্বর, আর তা নিয়ে বিতর্ক বাঞ্ছনীয় নয়, এ ঘটনা সামনে আসার পর এমনটাই মত নানা মহলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement