Advertisement
Advertisement

মুম্বইতে ফের ব্রিজ ভাঙার আশঙ্কা, দুর্ঘটনা এড়াতে গাড়ির যাত্রাপথ বদল

অতিরিক্ত বৃষ্টির জেরে ব্রিজে ফাটল?

Another foot-bridge collapse in the offing in Mumbai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 4, 2018 1:23 pm
  • Updated:July 4, 2018 1:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যনগরীতে আবারও ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা৷ গ্রান্ট রোড স্টেশনের কাছে ব্রিজে দেখা দিয়েছে ফাটল৷ টুইট করে মুম্বই পুলিশের তরফে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই ব্রিজ দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷ নানা চক থেকে কেনেডি ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত গাড়ির যাত্রাপথ৷


বিরামহীন বৃষ্টিতে ভিজছে মুম্বইয়ের বিভিন্ন এলাকা৷ বুধবার বৃষ্টি কিছুটা কমলেও, সকাল থেকেই মুখভার আকাশের৷২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা একটানা বৃষ্টিতে ভাসছে গোটা বাণিজ্যনগরী৷ ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা৷ বিভিন্ন রাস্তা জলের তলায় চলে গিয়েছে৷ স্বাভাবিকের তুলনায় সামান্য ধীর গতিতেই যাতায়াত করছে যানবাহন৷ ব্যাপক যানজটে গন্তব্যে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হচ্ছে আমজনতাকে৷  অতিরিক্ত বৃষ্টির জেরেই বিভিন্ন রাস্তায় ফাটল দেখা দিচ্ছে বলেই অনুমান মুম্বই পুলিশের৷

[অমরনাথ যাওয়ার পথে বালতাল রুটে ধস,  মৃতের সংখ্যা বেড়ে ১১]

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে আন্ধেরি স্টেশনের কাছে ভেঙে পরে  গোখলে ব্রিজ৷ পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে৷ ব্রিজ ভেঙে পরায় কেউ মারা না গেলেও, ছ’জন আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জন এখনও ভরতি রয়েছেন হাসপাতালে৷ সেতু ভাঙার প্রভাবে ব্যাহত হয়েছিল রেল চলাচল৷ তবে বুধবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি৷ যদিও এখনও পর্যন্ত আন্ধেরি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে বন্ধ রয়েছে ট্রেন চলাচল৷ অন্য প্ল্যাটফর্মেও প্রায় দশ-পনেরো মিনিটে দেরিতে চলছে লোকাল ট্রেন৷ বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে৷

[বাসের ছাদ ফুঁড়ে ঢুকে গেল ব্যারিকেড, একই দিনে দুই দুর্ভোগের সাক্ষী মুম্বই]

মঙ্গলবারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই বুধবার সকালে গ্রান্ট রোড স্টেশনের কাছে ব্রিজে ফাটলের কথা জানায় মুম্বই পুলিশ৷ ব্রিজ ভেঙে পরে বড় কোনও দুর্ঘটনা যাতে না হয় তাই গাড়ির যাত্রাপথও বদল করা হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement