Advertisement
Advertisement

Breaking News

Nagaland

নাগাল্যান্ডের ঘটনায় আরও এক নাগরিকের মৃত্যু, কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন রাহুল গান্ধী

সরকারকে জবাবদিহি করতে হবে, দাবি রাহুলের।

another civilians death in Nagaland incident Rahul Gandhi slams Centre | Sangbad Pratidiin
Published by: Kishore Ghosh
  • Posted:December 5, 2021 9:18 pm
  • Updated:December 5, 2021 9:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগাল্যান্ডে (Nagaland) নিরীহ নাগরিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরপত্তারক্ষীদের বিরুদ্ধে। শনিবারের ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয় বলে খবর। নাগাল্যান্ডের হোম কমিশনার আরও এক নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছেন রবিবার। এর ফলে এখনও পর্যন্ত ১৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে এই ঘটনায়। এদিকে এই ঘটনায় কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল গান্ধী। 

শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, সে সময় স্থানীয় জঙ্গি সংঠন এনএসসিএন-এর (খাপলাং) সঙ্গে জড়িত সন্দেহে নিরীহ সাধারণ নাগরিকদের উপর গুলি চালান নিরাপত্তারক্ষীরা। সেই সময় অন্তত ১৩ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন জখম হন। এদের মধ্যে রয়েছেন নিরাপত্তারক্ষীরাও। এনএসসিএন (ইশাক মুইভা) গোষ্ঠীর সঙ্গে নাগা পিস অ্যাকর্ড সই করেছে কেন্দ্রের মোদি সরকার এবং বর্তমানে সেই বিষয়ে আলোচনাও চলছে। এরই মধ্যে ঘটে গেল অঘটন।ঘটনার পর কারফিউ জারি হয়েছে এলাকায়। জওয়ান ও গ্রামবাসী উভয়পক্ষের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, ৭ আক্রান্তের খোঁজ মিলল মহারাষ্ট্রে, জয়পুরে সংক্রমিত একই পরিবারের ৯ জন]

নাগাল্যান্ডের ঘটনায় কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, সরকারকে জবাবদিহি করতে হবে। রাহুল বলেছেন, “নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরাই হোন বা দেশের সাধারণ নাগরিক, কেউই আজ আর নিজের দেশের মাটিতে নিরাপদ নন। কী করছে স্বরাষ্ট্র মন্ত্রক?”

আগেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও। এক টুইটে তিনি বলছেন, ”ওটিং-এ এক দুর্ভাগ্যজনক ঘটনায় বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” রিও জানিয়েছেন, দ্রুত বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আইন মেনেই সুবিচার পাবেন আক্রান্তরা। সেই সঙ্গে সব শ্রেণির মানুষের কাছেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)।তিনিও সিট গঠন করে তদন্তের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

[আরও পড়ুন: ‘৮ লক্ষ চাকরি কোথায়?’, কেজরিওয়ালের বাড়ির সামনে শিক্ষক-ধরনায় যোগ দিয়ে প্রশ্ন সিধুর]

নাগাল্যান্ডের ঘটনায় টুইট করে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। রবিবার দুপুরে মমতা টুইট করেন, “নাগাল্যান্ড থেকে খুব খারাপ সংবাদ এসেছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement