Advertisement
Advertisement
Anna Hazare

‘এমন কাউকে ভোট দেবেন না, যার গায়ে দুর্নীতির দাগ’, ফের আন্নার নিশানায় কেজরি

'কেজরিওয়াল নিজে মদের নেশায় ডুবে থাকেন', কটাক্ষ আন্না হাজারের।

Anna Hazare attack Arvind Kejriwal and appealed to the voters to choose a spotless candidate
Published by: Amit Kumar Das
  • Posted:May 13, 2024 3:42 pm
  • Updated:May 13, 2024 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদা সম্পর্ক গুরু-শিষ্যের হলেও, সময় বদলেছে। শিষ্যের প্রতি গুরু যে খুব একটা প্রসন্ন নন তা স্পষ্ট হয়ে গিয়েছে বারবার। দেশজুড়ে চতুর্থ দফার নির্বাচন চলাকালীন ফের একবার শিষ্য অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নিশানায় নিলেন ‘গুরু’ আন্না হাজারে (Anna Hazare)। দেশবাসীকে বার্তা দিয়ে জানালেন, ‘এমন কাউকে ভোট দেবেন না যার গায়ে দুর্নীতির দাগ। যার বিরুদ্ধে ইডি তদন্ত করছে।’ পাশাপাশি কেজরিওয়ালকে ‘মদ্যপ’ বলেও অভিযোগ করেন আন্না।

ক্ষমতার চাবি যাতে ভুল লোকের কাছে না যায় সেদিকে খেয়াল রাখার আবেদন জানিয়ে চতুর্থ দফার ভোটের আগে আন্না হাজারে বার্তা দেন, “আজ গণতন্ত্রের উৎসব চলছে। সকলের উচিৎ এই উৎসবে সামিল হওয়া এবং সৎ মানুষকে বেছে নেওয়া। দেশ গঠনের চাবি এখন জনতার হাতে। ফলে বেছে নেওয়ার প্রক্রিয়া সঠিক হওয়া প্রয়োজন। স্বচ্ছ ভাবমূর্তির সঠিক মানুষকে বেছে নিন। এমন কাউকে ভোট দেবেন না যার বিরুদ্ধে ইডি তদন্ত করছে।” পাশাপাশি তিনি বলেন, ‘টাকা নিয়ে ভোট দেওয়া দেশের দুর্ভাগ্য এবং শহিদদের অপমান। ফলে গায়ে দুর্নীতির দাগ নেই এমন মানুষকেই ভোট দিন।’

Advertisement

[আরও পড়ুন: খোদ কেজরির বাড়িতে হেনস্থার শিকার স্বাতী মালিওয়াল! দিল্লি পুলিশকে ফোন]

এর পরই সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানায় নিয়ে আন্না হাজারে বলেন, “আবগারি দুর্নীতিতে অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালের তীব্র ভাষায় নিন্দা জানাই। উনি এই দুর্নীতি করেছিলেন কারণ উনি নিজেও মদের নেশায় ডুবে থাকেন। এমন ব্যক্তিদের দ্বিতীয়বার বেছে নেওয়া কোনওভাবেই উচিৎ নয়।” লোকসভা নির্বাচন চলাকালীন ৮৬ বছরের প্রতিবাদী আন্না হাজারের এহেন বিবৃতি প্রকাশ্যে আসার পর জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

[আরও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে নিজেই করলেন রান্না, লঙ্গরখানায় খাবারও পরিবেশন মোদির]

অবশ্য কেজরির বিরুদ্ধে আন্নার আক্রমণ এই প্রথমবার নয় আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি হওয়ার পর তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন একদা গুরু। আন্না বলেন, ক্ষমতার লোভই কেজরিওয়ালকে দিয়ে ‘নীতি বিরুদ্ধ’ কাজ করাচ্ছে। যার ফলও তাঁকে ভুগতে হবে। আন্না বলেন, “আমি কেজরিওয়ালের ভূমিকায় ব্যাথিত। ও আমার সঙ্গে কাজ করেছে, একটা সময় মদের বিরুদ্ধে আন্দোলন করতে। সেই আজ মদ নিয়ে নীতি তৈরি করছে। এবার ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার, সেটা আইনের পথেই নেওয়া হোক।” সেই ঘটনার পর অবশ্য জামিনে জেলমুক্তি ঘটেছে কেজরির। তবে গুরুর ক্ষোভ একেবারেই মেটেনি। এবার চতুর্থদফা নির্বাচনের দিনে ফের কেজরির বিরুদ্ধে তোপ দাগলেন আন্না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement