সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘কুকথা’ বিজেপি নেতাদের। একজন বললেন তাড়কা রাক্ষসী, আরেকজন বললেন ‘সূরসা রাক্ষসী’। হরিয়ানার বিজেপি নেতা তথা ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ মমতাকে বললেন তাড়কা রাক্ষসী। অন্যদিকে, উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুরেন্দ্র সিং বললেন সূরসা রাক্ষসী। সিবিআই-বনাম রাজ্য পুলিশ দ্বন্দ্বের মধ্যে নয়া বিতর্ক যোগ করল এই দুই নেতার বেফাঁস মন্তব্য। তৃণমূল অবশ্য এর পালটা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে তুলনা করলেন ঝাঁসির রানির সঙ্গে।
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সমর্থনে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া সম্প্রতি রাজ্যে বিজেপি নেতাদের একাধিক সভা বাতিল করা হয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ তাদের হেলিকপ্টার অবতরণের অনুমতি দেয়নি রাজ্য সরকার। হরিয়ানার মুখ্যমন্ত্রী অনিল ভিজের দাবি, গোটা দেশে বিজেপির কর্মযজ্ঞে রাক্ষসীর মতোই বাধা দিচ্ছেন মমতা। তিনি বলেন, “আমরা যখন ছোট ছিলাম, রামলীলা দেখতে যেতাম, তখন সেখানে একটি দৃশ্য ছিল যেখানে সকল সাধু সন্তরা যজ্ঞ করার চেষ্টা করতেন। তাড়কা রাক্ষসী এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই ভূমিকাই পালন করেছেন। অমিত শাহ বা যোগী আদিত্যনাথের হেলিকপ্টার অবতরণে বাধা দিয়েছেন, একদম তাড়কা রাক্ষসীর মতো কাজ।”
অন্যদিকে, অনিল ভিজের এই সুরের রেশ টেনেই উত্তরপ্রদেশের সুরেন্দ্র সিং বাংলার মুখ্যমন্ত্রীকে সূরসা রাক্ষসীর সঙ্গে তুলনা করেছেন। রামায়নে রামচন্দ্রকে লঙ্কায় প্রবেশে বাধা দিয়েছিল সূরসা। তাঁর কথায় “সূরাসা লঙ্কায় ভগবান হনুমানের প্রবেশ অবরুদ্ধ করেছেন। যদি মোদিজি ভগবান রাম হন, তবে যোগীজি হনুমান।” মমতা তাদের রাস্তা আটকানোর চেষ্টা করছেন বলেই অভিযোগ বিজেপি নেতার। এসবের জবাবে তৃণমূল অবশ্য বলছে, মমতাকে অপমান করার জবাব বাংলার মানুষ দেবে। দীনেশ ত্রিবেদীর তৃণমূলনেত্রীকে ঝাঁসির রানির সঙ্গে তুলনা করেছেন।
BJP leader from Ballia, Surendra Singh on West Bengal govt denying permission to UP CM’s rally: ‘Surasa’ blocked the entry of Lord Hanuman in Lanka, Mamata Banerjee is inspired by her. If Modi ji is like Lord Ram then Yogi ji is like Lord Hanuman. (3.02.19) pic.twitter.com/j0JutHXeUi
— ANI UP (@ANINewsUP) February 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.