Advertisement
Advertisement

Breaking News

তুঙ্গে রাফালে রাজনীতি, ‘মোদির হয়ে’ রাহুলকে চিঠি অনিল আম্বানির

'মোদির কাছে জবাব নেই, তাই আসরে অনিল'

Anil Ambani writes letter to Rahul Gandhi over Rafale row
Published by: Subhajit Mandal
  • Posted:August 21, 2018 10:57 am
  • Updated:August 21, 2018 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাফালে ইস্যুতে কংগ্রেস যত আক্রমণের সুর চড়ানোর পরিকল্পনা করছে, শাসক শিবিরে তত বাড়ছে চাঞ্চল্য। অনাস্থা প্রস্তাব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সংসদে দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি অভিযোগ করেছিলেন, রাফালে ইস্যুতে মিথ্যাচার করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। তারপর থেকেই তুঙ্গে রাফালে-রাজনীতি। যৌথ সংসদীয় কমিটি ( জেপিসি) গঠন করে পুরো চুক্তির তদন্ত করার দাবিতে ইতিমধ্যেই সংসদে তুমুল হট্টোগোল বাধিয়েছে দেশের বৃহত্তম বিরোধী দল। এর পিছনে সোনিয়া-রাহুলদের উদ্দেশ্য একটাই, যেভাবে বোফর্সে বিদ্ধ হতে হয়েছিল রাজীব গান্ধীকে, ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো। কিন্তু কংগ্রেসের কাজটা সহজ হবে না। কারণ, যে সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেস তুলছে, সেই অনিল আম্বানির সংস্থা এখনও মোদির সঙ্গেই রয়েছে।

[লন্ডনেই রয়েছেন নীরব মোদি, দেশে ফেরানোর তোড়জোড় সিবিআইয়ের]

কংগ্রেসের অভিযোগ ছিল, নিজের শিল্পপতি বন্ধু অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স কর্পোরেশনকে সুবিধা করে দিতে কংগ্রেস জমানার তুলনায় অনেক বেশি দামে রাফালে কিনছে মোদি সরকার। আম্বানিদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই অভিজ্ঞ সরকারি সংস্থাকে রাফালে আমদানির বরাত না দিয়ে মাত্র ১০ দিন আগে স্থাপিত রিলায়েন্সকে বরাত দিয়েছিল মোদি সরকার। রাহুলের অভিযোগ, ৩৬টি রাফালে বিমানে অন্তত ৪১ হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন মোদি। কংগ্রেস সভাপতিকে চিঠি লিখে এইসব অভিযোগ অস্বীকার করেছে রিলায়েন্স ডিফেন্সের কর্তা অনিল আম্বানি। অনিল আম্বানির দাবি, কংগ্রেস দল এবং রাহুল গান্ধীকে ভুল তথ্য দিচ্ছে তাঁর ব্যাবসায়ীক প্রতিপক্ষ সংস্থাগুলি। যে তথ্যগুলি রাহুল দিচ্ছেন তা ভুলে ভরা এবং তাঁকে ভুল পথে চালনা করা হচ্ছে। আম্বানির দাবি, চুক্তি হওয়ার কয়েক দিন আগে সংস্থাটি স্থাপিত হয়েছিল বলে রাহুল যে অভিযোগ করেছেন তা পুরোপুরি সত্যি নয়। রাফালের চুক্তি পাওয়ার কয়েকদিন আগে নয়, কয়েক মাস আগে তৈরি হয়েছিল রিলায়েন্স ডিফেন্স। তাছাড়া রাফালে বিমানটি পুরোপুরি ফ্রান্সে তৈরি হবে, তাঁর সংস্থা শুধুমাত্র আমদানি, রপ্তানির বরাত পেয়েছে, সুতরাং এতে দুর্নীতির প্রশ্নই ওঠে না।

Advertisement

[কেন্দ্রীয় মন্ত্রীর আপ্ত সহায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]

যদিও, আম্বানিদের জবাবের পর পালটা আক্রমণের পথ ধরেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নিজের বন্ধুদের আসরে নামিয়ে দিয়েছেন মোদি। রাহুল গান্ধী মোদির কাছে জবাব চেয়েছিলেন, কিন্তু তাঁর কাছে কোনও জবাব নেই, তাই আসরে নামানো হয়েছে আম্বানিকে।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement