সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে পেশ হওয়া জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত খসড়া রিপোর্ট ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উত্তাল সংসদের উভয়কক্ষ৷ কোমর বেঁধে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতায় নামে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা৷ রাজ্যসভায় কার্যত ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা৷ পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে প্রথমে কিছুক্ষণের জন্য মুলতুবি হলেও, পরে সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় উচ্চকক্ষ৷ একই পরিস্থিতি নিম্নকক্ষেও৷ সেখানেও কেন্দ্রের উপরে এনআরসি ইস্যুতে চাপ বাড়ায় বিরোধীরা৷ কেবল সংসদের ভিতরেই নয়, সংসদরে বাইরেও একই ইস্যুতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা৷
Rajya Sabha adjourned till 1.10 pm after uproar by Congress during Amit Shah’s statement on #NRCAssam issue. pic.twitter.com/ZiP0c5ToK9
— ANI (@ANI) July 31, 2018
সোমবার সকালে এনআরসির চূড়ান্ত খসড়া রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই অসমকে ঘিরে উত্তাল হয়েছে গোটা দেশ৷ জানা গিয়েছে, রিপোর্টে নাম তোলার জন্য জমা পড়ে ৩.২৯ কোটি আবেদন৷ কিন্তু চূড়ান্ত ঝাড়াই-বাছাই করে রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয় ২.৮৯ কোটি মানুষকে৷ অর্থাৎ বাদ জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন ধরে অসমে বসবাস করা ৪০ লাখ মানুষ৷ মঙ্গলবার সকাল থেকেই এই রিপোর্টকে হাতিয়ার করে সংসদের দুইকক্ষে সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী সাংসদরা৷ সংসদের ২৬৭ নম্বর ধারা মেনে তাঁর আনা এনআরসি বিষয়ক প্রস্তাব নিয়ে আলোচনার আরজি জানান তৃণমূল কংগ্রেসর রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ তারপর সরকার পক্ষের কোনও উত্তর আসার আগেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা৷ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু তাঁদের বলেন, লোকসভার বিতর্ক শেষ হলে রাজ্যসভায় এসে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কিন্তু তাতেও কোনও কাজ লাভ হয়নি৷ রাজ্যসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বক্তব্য পেশ করার সময়ও ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা৷ প্রথমে দুপুর পর্যন্ত মুলতুবি করলেও, পরে আজকের মতো মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা৷
TMC, Aam Aadmi Party and Samajwadi Party MPs stage protest in front of Gandhi statue in Parliament over #NRCAssam issue pic.twitter.com/ZFSI3CZEHh
— ANI (@ANI) July 31, 2018
একই অবস্থা তৈরি হয় লোকসভাতেও৷ শুরুতেই এনআরসি নিয়ে আলোচনার জন্য প্রস্তাব পেশ করেন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সাংসদরা৷ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে দেশভাগের অভিযোগে সরব হন তাঁরা৷ বলেন, অমানবিক সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ তাঁদের এই হঠকারী সিদ্ধান্তের জেরে ঘরছাড়া হবেন ৪০ লাখ মানুষ৷ সংসদের বাইরেও একই ইস্যুতে চলে বিরোধীদের অবস্থান বিক্ষোভ৷ সরকার বিরোধী প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন তাঁরা৷ বিজেপি সাংসদ অশ্বিনী চৌবের সঙ্গে সংসদের বাইরে প্রবল বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য৷ পরে অন্যান্য সাংসদদের তৎপরতায় তা সামাল দেওয়া যায়৷
#WATCH: Union Minister Ashwini Choubey and Congress MP Pradip Bhattacharya argue in Parliament premises over #NRCAssam issue pic.twitter.com/lr5JPZ9uvK
— ANI (@ANI) July 31, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.