Advertisement
Advertisement

Breaking News

সরপঞ্চের বাড়ির জলের ট্যাঙ্ক নির্মাণে বাধা, বেধড়ক মার মহিলাকে

সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷

Andhra Pradesh Woman beaten by sarpanch over disputed construction
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2017 8:09 am
  • Updated:February 3, 2017 8:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক বাড়ির সামনেই তৈরি হচ্ছিল জলের ট্যাঙ্ক৷ সরপঞ্চের বাড়ির এই কাজে বেজায় অসুবিধায় পড়েছিলেন বিধবা সুধা৷ প্রতিবাদ করায় জুটল বেধড়ক মারধর৷ সম্প্রতি সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷

অনলাইনে ৩৭০০ কোটি টাকার জালিয়াতি করে পুলিশের জালে ৩

ঘটনা অন্ধপ্রদেশের অনন্তপুর জেলায়৷ ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে, এক মহিলাকে ফেলে মারধর করছেন জনা তিনেক ব্যক্তি৷ তাদের মধ্যে আছে গ্রামের সরপঞ্চও৷ বিবাদের সূত্রপাত একটি জলাধার নির্মাণকে কেন্দ্র করে৷ জানা যাচ্ছে, সরপঞ্চের বাড়ির জন্যই তৈরি হচ্ছিল ওই জলাধার৷ সেটি ঠিক সুধার বাড়ির সামনেই৷ এই কাজে বাধা দিয়েই সরপঞ্চের বিরাগভাজন হন সুধা৷ তাঁর দাবি ছিল, জলাধারটি বাড়ির সামনে না করে অন্য কোথাও করার৷ কিন্তু মানতে নারাজ ছিলেন সরপঞ্চ নাগরাজু৷ নিজের যুক্তিতে অটল থেকে সরপঞ্চের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সুধা৷ আর তারপরই সরপঞ্চ ও তার দুই সঙ্গী বেধড়ক মারধর করে সুধাকে৷

Advertisement

কেন মেয়ের বিয়েতে পণ দিতে হয়, শেখাচ্ছে পাঠ্যবই

ইতিমধ্যেই এ ঘটনায় কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ সরপঞ্চ ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে৷ মহিলা নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement