সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন আম আদমি টাকার অভাবে নাজেহাল ঠিক সেই সময়ই তিন ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল নতুন ২০০০ টাকার নোটের বান্ডিল-সহ মোট ন’ লক্ষ টাকা৷ অন্ধ্রপ্রদেশে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷ নতুন টাকার খোঁজে যেখানে একদিকে মানুষ ঘণ্টার পর ঘণ্টা ব্যাঙ্ক এবং এটিএমের বাইরে অপেক্ষারত সেখানে নতুন টাকার এত নোট তিন ব্যক্তির কাছে কেমন করে এল সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ৷
জানা গিয়েছে, সি এইচ অশোক, সৈয়দ সানাভাস ও মহম্মদ মস্তান নামের তিন ব্যক্তি নতুন টাকা নিয়ে হায়দরাবাদে এসেছিল টাকা বদল করতে৷ পুলিশের জেরায় তারা জানিয়েছে, প্রবীন নামের এক ব্যক্তির থেকে বাতিল হয়ে যাওয়া টাকা সংগ্রহ করার কথা ছিল তাদের৷ বাতিল টাকার ২৩ শতাংশ কেটে বাকি টাকা নতুন নোটে ফিরিয়ে দেওয়ার কথা ছিল তাদের৷ কিন্তু এই নতুন ২০০০ টাকার নোটের নয় লক্ষ টাকা তারা কার কাছ থেকে পেয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ৷
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে এই তিন ব্যক্তি টাকা নিয়ে হায়দরাবাদে এসেছিল৷ পথে যাওয়ার সময়, তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে, সেখানেই তাদের জেরা করতে শুরু করে পুলিশ৷ তাদের কাছ থেকে নতুন ২০০০-এর নোটের নয় লক্ষ টাকা উদ্ধার হলে, টাকার বিষয়ে তাদের প্রশ্ন করা হয়৷ কিন্তু কথায় অসঙ্গতি দেখা দিলে তাদের গ্রেফতার করা হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.