Advertisement
Advertisement
Rain

‘আসনা’র প্রভাবে ব্যাপক বৃষ্টি অন্ধ্র-তেলেঙ্গানায়, মৃত অন্তত ২৪, বাতিল শতাধিক ট্রেন

দুই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও রেবন্ত রেড্ডিকে ফোন করে গোটা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন।

Andhra Pradesh, Telangana rain fury many dead, trains cancled
Published by: Amit Kumar Das
  • Posted:September 2, 2024 10:10 am
  • Updated:September 2, 2024 10:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় আসনার জেরে তৈরি হওয়া নিম্নচাপে টানা বৃষ্টিতে ভাসছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দুই রাজ্যে। জলের নিচে চলে গিয়েছে একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। দুর্যোগের জেরে এই রাজ্যের অন্তত শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সোমবার সকালে বৃষ্টি কিছুটা থামলেও আবহাওয়া দপ্তরের তরফে এখনও সতর্কতা জারি করা রয়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জোর কদমে উদ্ধারকাজ চালিয়ে যেতে নতুন করে এনডিআরএফের আরও ২৬টি দলকে পাঠানো হয়েছে বিপর্যস্ত এলাকাগুলিতে। ভারী বর্ষণে সবচেয়ে খারাপ অবস্থা বিজয়ওয়াড়া জেলার গ্রামীণ অংশে। এখানকার আম্বাপুরম, নয়নাভরম, নুন্না এবং পাথাপাডু ভেসে গিয়েছে। পুলিশ এবং এনডিআরএফ উদ্ধারকাজ শুরু করেছে। বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। স্থানীয়দের অন্যত্র সরাচ্ছে প্রশাসন। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও রেবন্ত রেড্ডিকে ফোন করে গোটা পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: আপ বিধায়ক আমানাতুল্লাহর বাড়িতে ইডির হানা, বাড়ছে গ্রেপ্তারির আশঙ্কা]

অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন। রাজ্য প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ত্রাণ বিলি করতে আধুনিক প্রযুক্তি, ড্রোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতিতে প্রায় ১৭হাজার মানুষকে উদ্ধার করে অন্যত্র সরান হয়েছে। শুধুমাত্র বিজয়ওয়াড়াতে ২.৭৬ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। এদিকে তেলেঙ্গানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হায়দরাবাদ। শহরের একাধিক জায়গা চলে গিয়েছে জলের তলায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে সমস্ত স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: স্বস্তিকাদের ধরনামঞ্চে মত্ত যুবকের তাণ্ডব, শ্লীলতাহানির চেষ্টা! প্রবল উত্তেজনা ধর্মতলায়]

দুই রাজ্যে একাধিক নদীও ফুঁসে উঠেছে বৃষ্টির জেরে। যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে এই আশঙ্কায় নদী তীরবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। হাওয়া অফিসের দাবি, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত একইরকম বৃষ্টিপাত চলবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে। ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement